আজকাল ওয়েবডেস্ক: ফাইনালে ভারতের প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা আছে কী? ভারতের চিরশ্রেষ্ঠ ওপেনার সুনীল গাভাসকার বলছেন, কোনও প্রয়োজন নেই। তবে কয়েকটি জায়গায় উন্নতি করা দরকার।
সানির মনে হয়েছে, মিডল ওভারে রান আটকালেও প্রয়োজনীয় উইকেট নিতে ব্যর্থ ভারতীয় বোলাররা। আবার ওপেনিং জুটিতে বড় রান হচ্ছে না ভারতের। পাশাপাশি প্রথম দশ ওভারে পেসাররা আরও বেশি উইকেট নিক চাইছেন তিনি।
সানির কথায়, ‘ওপেনাররা ঠিকঠাক শুরুটা দিতে পারছে না। তার ফলে মিডল অর্ডারে চাপ আসছে। তাছাড়া প্রথম দশ ওভারে পেসাররা দু’তিনটে উইকেট তুলুক। মিডল ওভারে আবার রান আটকালেও প্রয়োজনীয় উইকেট আসছে না। ফাইনালে এই জায়গাগুলোয় নজর দেওয়া দরকার। তবেই জয়ের সম্ভাবনা বাড়বে।’
প্রথম একাদশে চার স্পিনার খেলানোর সিদ্ধান্ত যে সঠিক তা মেনে নিয়েছেন গাভাসকার। সানির কথায়, ‘চার স্পিনারে খেলা কাজ দিচ্ছে। তাই দলে বদলের দরকার নেই। বরুণ ও কুলদীপ দলে থাকায় বোলিংয়ে আরও বৈচিত্র বেড়েছে। রান আটকে রাখছে।’
এদিকে, রোহিতের সমালোচনা করেছেন গাভাসকার। বলেছেন, ২৫–৩০ রান করেই আউট। এত অল্পে সন্তুষ্ট হলে তো মুশকিল। তাই সানির পরামর্শ রোহিত আরও বেশিক্ষণ উইকেটে থাকার চেষ্টা করুক। গম্ভীর বলেছিলেন, রোহিতের থেকে এটাই চাই। তারই জবাবে সানি বলেন, ‘২০২৩ বিশ্বকাপ থেকেই এটা চলছে। শুরু থেকেই ঝড়। তারপর চালিয়ে খেলতে গিয়ে আউট। সাফল্য এসেছে। কিন্তু রোহিতের মধ্যে আরও বড় রান করার মশলা মজুত রয়েছে। রোহিত যদি ২৫–৩০ ওভার ব্যাট করতে পারে তাহলে ভারত আরও বড় রান তুলতে পারবে। তাই ২৫–৩০ রান করেই আউট হয়ে ফিরে আসার মধ্যে কোনও যুক্তি নেই।’
