আজকাল ওয়েবডেস্ক: ভারতের পরবর্তী অধিনায়ক  কে? অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের পরে পরবর্তী ক্যাপ্টেন কে, তা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই বুমরার কথা বলছেন। মহম্মদ কাইফ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে সতর্ক করে দিয়ে বলছেন, ক্যাপ্টেন হিসেবে বুমরার কথা যেন এখনই ভাবনাচিন্তা করা না হয়। তাহলে সোনার হাঁসকে মেরে ফেলা হবে। 

ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর অবশ্য বুমরার হয়েই ভোট দিচ্ছেন। তিনি বলেছেন, ''বুমরাই পরবর্তী অধিনায়ক। সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারে। বুমরা সেই ধরনের অধিনায়ক নয় যে বাকিদের উপরে চাপ প্রয়োগ করবে। 
 মিড অফ, মিড অনে দাঁড়িয়ে থেকে বোলারদের সব সময়ে পরামর্শ দেয়। দুর্দান্ত একজন, ও যদি পরবর্তী অধিনায়ক হয়, তাহলে আমি অন্তত অবাক হব না।'' 
অস্ট্রেলিয়া সফরে পারথ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন বুমরা। ভারত সেই টেস্ট জিতেছিল। সিডনি টেস্টেও বুমরার হাতেই ছিল দেশের নেতৃত্বের আর্মব্যান্ড। কিন্তু পিঠের চোটের কারণে দ্বিতীয়  ইনিংসে তিনি বলই করতে পারেননি। 

রোহিত শর্মা সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ফলে বুমরাই দলকে নেতৃত্ব দিয়েছিলেন। অস্ট্রেলিয়া সিরিজে ভারতের ভরাডুবির পরে রোহিত শর্মার হাতে আর ক্যাপ্টেনের আর্মব্যান্ড উঠবে কিনা, তা নিয়েই প্রশ্নচিহ্ন। কোহলিও ক্যাপ্টেন হতে পারেন। আবার বুমরার হাতেও দেওয়া হতে পারে নেতৃত্ব।