আজকাল ওয়েবডেস্ক: আগের বছর ঘরের মাঠে টেস্ট সিরিজে কিউয়িদের হাতে দুরমুশ হয় ভারত। এবার সাদা বলের সিরিজেও ধাক্কা। ঘরের মাঠে কিউয়িদের কাছে প্রথমবার ধরাশায়ী ভারত। একদিনের ক্রিকেটে বিরাট কোহলির ৫৪তম শতরানও দলকে বাঁচাতে পারেনি। স্বাভাবিকভাবেই শুরু হয়েছে কাঁটাছেড়া। এবার পোস্টমর্টেম করলেন সুনীল গাভাসকর। বরাবরই কোনও কিছুর রাখঢাক করেন না। কড়া সমালোচনা করেন। টিম ইন্ডিয়ার ফিল্ডিং নিয়ে প্রশ্ন তোলেন সানি। সাইমন ডুলের সঙ্গে আলোচনায় ভারতীয় দলের মাঠে গড়িমসির কথা তুলে ধরেন। ব্যাটার এবং বোলারদের সম্পূর্ণ দায়ী করতে চান না। ফিল্ডিং নিয়ে প্রশ্ন তুললেন। বিশেষ করে মাঝের ওভারগুলোতে। পাশাপাশি স্ট্রাইক রোটেট করার অক্ষমতার কথা জানালেন। যার ফলে নিউজিল্যান্ডের মিডল অর্ডার ম্যাচের টেম্পো ধরে নেয়। তাই উইকেটে থিতু হয়ে যাওয়া ব্যাটারদের পরীক্ষার মুখে পড়তে হয়নি।
সরাসরি নাম না করলেও, সিরিজ হারের জন্য ফিন্ডিংয়ের গাফিলতিকেই দায়ী করেন কিংবদন্তি। গাভাসকর বলেন, 'আমি কোনও নাম করতে চাই না। তবে কয়েকজন খুব সহজেই সিঙ্গেলস নিতে দিয়েছে। রোহিত শর্মার গতি ভাল ছিল। বিরাট কোহলি কেমন অ্যাথলিট সেটা সবাই জানে। তবে আমার মনে হয়েছে, ফিল্ডিং আরও বেশি ভাল হতে পারত।' সহজেই এক রান নেওয়ায় নিউজিল্যান্ডের ব্যাটারদের ওপর চাপ তৈরি করতে পারেনি ভারতীয় বোলাররা। ক্রিকেটে মোমেন্টামের গুরুত্ব অপরিসীম। দাবি, ড্যারেল মিচেল এবং গ্লেন ফিলিপসের ওপর চাপ সৃষ্টি করার সুযোগই পায়নি ভারত।
চলতি সিরিজে দুই ম্যাচে সফল বিরাট কোহলি। প্রথম ম্যাচে একটুর জন্য সিরিজ হাতছাড়া করেন। তৃতীয় ম্যাচে সেঞ্চুরি। অল্পের জন্য দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। তবে ডাহা ব্যর্থ রোহিত শর্মা। কিন্তু সিনিয়র ব্যাটারকে দোষারোপ করতে চান না। তবে তরুণ ব্রিগেডের ফিটনেস এবং দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন। কোহলি ফের নিজের পেশাদারিত্বের পরিচয় দেন। কিন্তু ফিল্ড সাপোর্ট না পাওয়ায় কিউয়িদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি ভারত।
