আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটে প্রতিভার অভাব নেই। ভারতীয় ক্রিকেটে গভীরতা বেশি। কেউই অপরিহার্য নয়। যশপ্রীত বুমরাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। এতেই প্রমাণিত হয় কোনাও তারকাই অপরিহার্য নয় এই দলে। যে সে নন, কিংবদন্তি সুনীল গাভাসকর একথা লিখেছেন মিড ডে দৈনিকে। 

সানি লিখেছেন, ''চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাকে ছাড়া জয় প্রমাণ করে এই অপরিহার্য বলে কিছু হয় না। অতীতে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়াই ভারত জিতেছে। তবে এবিষয়ে কোনও সন্দেহই নেই যে ওদের উপস্থিতি এই দলকে অপরাজেয় করে তুলেছে।'' 

শুধু সানি নন, এর আগে মিচেল স্টার্কও এই একই কথা বলেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে বিধ্বস্ত হওয়ার পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে। সানি বলছেন, ''ব্যক্তিবিশেষের উপরে কোনও দল নির্ভর করে খুব কম। যেমন অস্ট্রেলিয়ায় বুমরার উপরেই নির্ভরশীল ছিল ভারত। কিন্তু তার অনুপস্থিতিতে অল্প টার্গেটও অস্ট্রেলিয়ার দিকে হেলে পড়েছিল।'' 

যে দল স্যর ডনের দেশ থেকে বিধ্বস্ত হয়ে ফিরেছিল এই দেশে, সেই দলই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জেতে। এটাই প্রমাণ করে ভারতীয় ক্রিকেটে কী পরিমাণ ট্যালেন্ট রয়েছে।  মিড ডে দৈনিকে লিখেছেন লিটল মাস্টার।