আজকাল ওয়েবডেস্ক: আরও একবার টি-২০ তে ব্যর্থ সূর্যকুমার যাদব। মাত্র ১২ রানে ফেরেন। ভারত ৭ উইকেটে ম্যাচ জিতলেও স্কাইয়ের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠছে। পছন্দের পিক আপ শটে আবার আউট অধিনায়ক। ফাইন লেগের ওপর দিয়ে বল মারার চেষ্টা করেন। কিন্তু লুঙ্গি এনগিডির বলে ওটনিল বার্টম্যানের হাতে ধরা পড়েন। সূর্যকুমারের শট বাছাই নিয়ে প্রশ্ন তোলেন সুনীল গাভাসকর। জানান, পিক আপ শট কোল্ড স্টোরেজে পাঠিয়ে দেওয়া উচিত। যথাযথ পরিস্থিতি ছাড়া ব্যবহার করা উচিত নয়। সুনীল গাভাসকর বলেন, 'এই শট ওর জন্য খুবই কার্যকরী। এটাতে ও ফল পেয়েছে। কিন্তু এখন ফর্মে নেই। তাই বল ওপরে উঠে যাচ্ছে। তাও বাউন্ডারির অনেক ভেতরে। তাই আমার মনে হয়, যতক্ষণ না ফর্মে ফিরছে, এই শট খেলার চেষ্টা করা উচিত নয়। ততদিন এই শট কোল্ড স্টোরেজে রাখা উচিত। কারণ এই শটে ও বারবার আউট হচ্ছে। ভারত চাইবে না ও মাত্র ১২ রান করুক।' 

বেশ কয়েকদিন ধরে তিনি যে ছন্দে নেই, সেটা মেনে নেন সূর্য। তবে ফর্মে নেই মানতে চাননি। জানান, শীঘ্রই রান আসবে। তৃতীয় টি-২০ তে ১১ বলে ১২ রান করেন স্কাই। টানা ২১ ইনিংসে ব্যর্থতা। ব্যতিক্রম শুধু বাংলাদেশ ম্যাচ। অক্টোবরে হায়দরাবাদে ৭৫ রান করেছিলেন। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৪৭ রান করেন। সূর্য বলেন, 'আমি নেটে ভাল ব্যাট করছি। যখন রান পাওয়ার হবে, এমনিই আসবে। আমি আউট অফ ফর্মে নেই, তবে রানেও নেই।' 

পাঁচ ম্যাচের সিরিজে তিন ম্যাচের পর ২-১ এ এগিয়ে ভারত। প্রথম ম্যাচে জিতলেও, দ্বিতীয় টি-২০ তে সমতা ফেরায় প্রোটিয়ারা। রবিবার তৃতীয় ম্যাচে আবার এগিয়ে গেল ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারের শেষে ১১৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ রান আইডেন মার্করামের। ৪৬ বলে ৬১ রান করেন প্রোটিয়া অধিনায়ক। বাকি ব্যাটাররা কেউ দাঁড়াতে পারেনি। জোড়া উইকেট অর্শদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের। রান তাড়া করতে নেমে ২৫ বল বাকি থাকতে ১৫.৫ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। শুরুটা ভাল করেন অভিষেক শর্মা এবং শুভমন গিল। প্রথম উইকেটে ৬০ রান যোগ করেন। বাকি কাজটা সারেন তিলক বর্মা। বিরাট কোহলিকে ছাপিয়ে টি-২০ তে নয়া নজির গড়েন বাঁ হাতি ব্যাটার।