আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে চুনকাম হওয়ার লজ্জা কাটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ভাল করতে হলে গৌতম গম্ভীরকে এগিয়ে আসতে হবে। ভারতীয় দলের হেডস্যরকেই অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। রোহিত-বিরাটদের প্রয়োজনীয় টিপস দিতে হবে গম্ভীরকেই।
কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে গম্ভীরের টেস্ট গড়ই যে খুব কম। স্যর ডনের দেশে ২২.৬ গড় গম্ভীরের। সেই গড় নিয়েও প্রশ্ন তুলেছেন গাভাসকর। কোচিং স্টাফদের ভূমিকাও স্পষ্ট নয়। গাভাসকর বলছেন, ''গৌতম গম্ভীরকে অস্ট্রেলিয়ায় খেলোয়াড়দের সঠিকভাবে গাইড করতে হবে। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন পরীক্ষায় বসতে হবে দলকে।''
ঘরের মাঠে হতশ্রী পারফরম্যান্স করেছে টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে কিনা, তা নিয়েও উঠছে প্রশ্ন। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চারটি ম্যাচই জিততে হবে ভারতকে। ড্র করতে হবে একটি টেস্ট। তবেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট জোগাড় করা সম্ভব। যা কার্যত খুবই কঠিন।
অস্ট্রেলিয়ার মাটিতে খেলা খুবই খঠিন। সেখানে চারটি টেস্ট ম্যাচ জেতা কি আদৌ সম্ভব? গাভাসকর বলছেন, ''গৌতম গম্ভীর তাঁর দুই সহকারী অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখ্যাতের থেকে বেশি রান করেছে টেস্ট ক্রিকেটে। অস্ট্রেলিয়ার মাটিতে কীভাবে ব্যাট করা উচিত, একমাত্র গৌতম গম্ভীরকেই বলতে হবে। হয়তো ভাল পারফরম্যান্স আমরা তুলে ধরতে পারব।''
