আজকাল ওয়েবডেস্ক: সিডনি হাসপাতালের আইসিইউতে শ্রেয়স আইয়ার। চোটের জায়গা থেকে রক্তক্ষরণ হয়। যা একসময় প্রাণঘাতী মনে হয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ক্যাচ নিতে গিয়ে চোট পান শ্রেয়স। হর্ষিত রানার বলে অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরতে গিয়ে পয়েন্ট থেকে প্রায় থার্ড ম্যানে ছুটে যান। বুকের বাঁ পাঁজরে চোট পান। ড্রেসিংরুমে ফেরার সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোটের পর শরীরের অত্যাবশ্যকীয় লক্ষণগুলো স্বাভাবিকের থেকে কমে যায়। লক্ষণগুলো প্রাণঘাতী ছিল। রক্তক্ষরণ হয়। ক্যাচ ধরার পর মাটিতে পড়ার সময় বুকের পাঁজরের তলার অংশে চোট পান শ্রেয়স। ড্রেসিংরুমে ফেরার পর স্বচ্ছন্দ বোধ করছিলেন না। রক্তচাপ স্বাভাবিকের থেকে অনেকটা কমে যাওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি আশঙ্কাজনক ছিল। কিন্তু বিসিসিআইয়ের মেডিক্যাল দল এবং সাপোর্ট স্টাফ দ্রুত ব্যবস্থা নেওয়ায় সামাল দেওয়া সম্ভব হয়।
শ্রেয়সের বর্তমান অবস্থা নিয়ে বোর্ডের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে, অন্তত আরও দু'দিন আইসিইউতে থাকতে হবে তারকা ক্রিকেটারকে। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। তারমধ্যে রক্তক্ষরণ বন্ধ না হলে, আরও কয়েকদিন সিডনির হাসপাতালের আইসিইউতে থাকতে হতে পারে। এরপরও অবস্থার উন্নতি না হলে, আরও এক সপ্তাহ থাকে পর্যবেক্ষণে রাখা হবে। অন্তত আরও সাতদিন শ্রেয়সকে হাসপাতালে কাটাতে হতে পারে। গোটা বিষয়টি নজরে রাখছেন বোর্ডের কর্তারা। শ্রেয়সের পরিবারকেও জানানো হয়েছে। একটি বিবৃতিতে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, 'অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় বুকের বাঁ পাঁজরে চোট পান শ্রেয়স আইয়ার। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসা চলছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল। আগের থেকে ভাল আছেন। বিসিসিআইয়ের মেডিক্যাল দল সিডনি হাসপাতালের ডাক্তারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। ভারতীয় দলের ডাক্তার শ্রেয়সের সঙ্গে সিডনিতে থাকবে।'
প্রসঙ্গত, জয় দিয়ে একদিনের সিরিজ শেষ করলেও খারাপ খবর ভারতীয় শিবিরে। শনিবার তৃতীয় একদিনের ম্যাচ চলাকালীন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ফিল্ডিং করার সময় বুকের বাঁ পাঁজরে চোট পান শ্রেয়স। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৩ ওভারে এই ঘটনা ঘটে। হর্ষিত রানার বলে থার্ড ম্যানে ক্যাচ দেন অ্যালেক্স ক্যারি। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ছুটে এসে ক্যাচ ধরেন শ্রেয়স। ভারত গুরুত্বপূর্ণ উইকেট পেলেও, চোট পান তারকা ক্রিকেটার। বাঁ দিকের বুক ধরে মাটিতে শুয়ে পড়েন শ্রেয়স। তারপর সতীর্থ এবং ফিজিও কমলেশ জৈনের সাহায্যে মাঠ ছাড়েন। ব্যাট হাতে ছন্দে ছিলেন শ্রেয়স। এমন সময় এই চোট, তাঁর জন্য বড় সেটব্যাক। আগামী কয়েক মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। আপাতত দুই সিরিজেই অনিশ্চিত ভারতীয় তারকা।
