আজকাল ওয়েবডেস্ক: গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে আগুনে ব্যাটিং করলেন ক্যারিবিয়ান তারকা রোমারিও শেফার্ড। 

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শেফার্ড সাত নম্বরে ব্যাট করতে নামেন। তাঁর দলকে নেতৃত্ব দিচ্ছেন ইমরান তাহির। সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে শেফার্ড নামার পরই ঝড় তোলার কাজ শুরু করেন। 

৩৪ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন শেফার্ড। পাঁচটি বাউন্ডারি ও সাতটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। তবে তাঁর ঝোড়ো ব্যাটিং নয়। শেফার্ড নজর কাড়েন সম্পূর্ণ অন্য কারণে। এক বলে তিনি মারেন তিনটি ছক্কা। ১৫-তম ওভারে ওশেন থমাসের বলেই ছক্কার ঝড় তোলেন শেফার্ড। 

আরও পড়ুন: এশিয়া কাপের ভারত-পাক ম্যাচের প্রোমো প্রকাশিত হতেই ধেয়ে এল সমালোচনা, তোপের মুখে শেহবাগ, কী দেখানো হয়েছে

ওভারের তৃতীয় বলে থমাস নো বল করেন। সেই বলে শেফার্ড রান নিতে পারেননি। ফ্রি হিটে শেফার্ড বড় ছক্কা হাঁকান। কিন্তু ওই ডেলিভারি করার সময়ে থমাস ফের ওভারস্টেপ করেন। ফলে আবার ফ্রি হিট পান শেফার্ড। শেফার্ড আবার ছক্কা হাঁকান। কিন্তু ওই বল করার সময়ে আবার নো বল করে ফেলেন থমাস। ফলে তৃতীয় বার ফ্রি হিট পান শেফার্ড। সেই বলটিও গ্যালারিতে ফেলেন তিনি। ফলে একটাই ডেলিভারি থেকে শেফার্ড ২০ রান নেন। মাত্র একটি বলই বৈধ বলে বিবেচিত হয়।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে  শেফার্ড ৩৯টি ওয়ানডে, ৬৩টি টি-টোয়েন্টি খেলেছেন। আইপিএলে দুর্দান্ত ব্যাটিংয়ের নমুনা প্রদর্শন আগেই করেছেন শেফার্ড। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন রোমারিও। আটটি ম্যাচ তিনি খেলেছিলেন। ওই আটটি ম্যাচের মধ্যে তিনটি ইনিংস খেলেন রোমারিও। ৭০ রান করেন তিনি। সেই রোমারিও শেফার্ডই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চমকে দিলেন। ক্যারিবিয়ান ব্যাটাররা টি-টোয়েন্টি ফরম্যাটে আগুন ধরানো ব্যাটিং করেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে চুটিয়ে খেলে যান তাঁরা। যে কোনও মুহূর্তে তাঁরা ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। 

 

?ref_src=twsrc%5Etfw">August 27, 2025

আরসিবি-র হয়ে এগারো নম্বর ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৪ বলে হাফ সেঞ্চুরি করেন রোমারিও। আইপিএলে ১৪ বলে পঞ্চাশ দ্বিতীয় দ্রুততম। যশস্বী জয়সওয়াল দ্রুততম পঞ্চাশের মালিক। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে যশস্বী ১৩ বলে হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়েন। রোমারিও যেমন এক বলে ২০ রান নিয়ে চমকে দিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। ভারতের সঞ্জু স্যামসনও তেমনই এক বলে ১৩ রান নেন কেরল প্রিমিয়ার লিগে। এশিয়া কাপে অনেকেই মনে করছেন সঞ্জু হয়তো প্রথম একাদশে জায়গা পাবেন না। কিন্তু কেরালা প্রিমিয়ার লিগে তিনি যেরকম পারফরম্যান্স করছেন, তাতে হয়তো কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদব ও নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর নড়ে চড়ে বসবেন। 

আরও পড়ুন: ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন করতেই হবে, নইলে..‌.‌ ফিফার কড়া বার্তা ভারতীয় ফুটবল ফেডারেশনকে...