আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগান রক্ষণ সামলাতে আসছেন লিও মেসির দেশের ডিফেন্ডার? জল্পনায় ভাসছে তাঁরই নাম। কথাবার্তাও প্রায় পাকা হয়ে গিয়েছে বলেই শোনা যাচ্ছে। নতুন মরশুমে সবুজ-মেরুন জার্সি পরে আর্জেন্টাইন ডিফেন্ডার যদি রক্ষণ আগলান, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
এত পর্যন্ত পড়ার পরে অনেকেই কৌতূহলী হয়ে উঠবেন। জানতে চাইবেন কে এই বিদেশি ডিফেন্ডার? তিনি আর্জেন্টাইন। কিন্তু খেলেন স্পেনের ক্লাবে। সব ঠিকঠাক থাকলে তাঁর নতুন ঠিকানা কলকাতা। থুড়ি মোহনবাগান।
একই মরশুমে দ্বিমুকুট জিতেছে মোহনবাগান। মেঘের উপর দিয়ে হাঁটা বলতে যা বোঝায় তাই। আইএসএল লিড-শিল্ডের পরে আইএসএল খেতাবও জিতেছে সবুজ-মেরুন ব্রিগেড।
![]()
এর মধ্যেই শোনা যাচ্ছে, মোহনবাগান ডিফেন্সের অন্যতম প্রধান সেনানী টম অলড্রেডকে দলে পাওয়ার জন্য ঝাঁপাচ্ছে আইএসএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি। অলড্রেড এবং আলবার্তো রডরিগেজ মোহনবাগানের রক্ষণকে নির্ভরতা জুগিয়েছেন গোটা মরশুম। অলড্রেড ক্লাব ছাড়লে শূন্যস্থান তৈরি হবে রক্ষণভাগে। মোহনবাগান রক্ষণে দেখা দেবে রক্তাল্পতা। সেই শূন্যস্থান পূরণের জন্যই মেসির দেশের ডিফেন্ডারের কথা ভাবা হচ্ছে। ভাসছে তাঁর নাম।
তিনি আর্জেন্টাইন ফুটবলার কেভিন সিবিয়ে। লিও মেসির দেশের সেন্টার ব্যাক খেলেন স্পেনে। কেরিয়ারের শুরুটা হয়েছিল রিভার প্লেট দিয়ে। তার পরে ভ্যালেন্সিয়া, অ্যাটলেটিকো বালেয়ারেস হয়ে পনফেরাদিনায় খেলা রক্ষণের ফুটবলারটির পরবর্তী গন্তব্য হয়তো মোহনবাগান।
অপেক্ষার আর কয়েকদিন। তার পরেই সরকারিভাবে নাম ঘোষণা করবে মোহনবাগান।
