আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএলের মাঝপথেই কী দেশে ফিরবেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স?‌ তাঁর স্ত্রী বেকির সোশ্যাল মিডিয়া পোস্টে ধোঁয়াশা তৈরি হয়েছে।


এবারের আইপিএলে এখনও পর্যন্ত সেই খেলাটা খেলতে পারেনি গতবারের রানার্সরা। ৭ ম্যাচ খেলে জয় মাত্র দুটিতে। পয়েন্ট টেবিলে নয় নম্বরে আছে হায়দরাবাদ। 
এই পরিস্থিতিতে কামিন্সের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। যেখানে কামিন্সের সঙ্গে দেখা যাচ্ছে বেকিকে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‌গুড বাই ইন্ডিয়া। এই সুন্দর দেশটি ঘুরে দেখতে বেশ ভালবাসি।’‌


বেকির পোস্টে ইঙ্গিত, ভারত ছাড়তে চলেছেন তিনি। এরপরই জোর জল্পনা আইপিএলের মাঝপথেই কী দল ছেড়ে চলে যাবেন কামিন্স?‌ তবে পোস্টে এটা বোঝা যাচ্ছে না কামিন্স আদৌ তাঁর স্ত্রীর সঙ্গে যাচ্ছেন কিনা।


যদিও এবারের আইপিএলে ঘরের মাঠে দুটো ম্যাচ জিতেছে হায়দরাবাদ। বৃহস্পতিবার মুম্বইয়ের কাছেও হারতে হয়েছে। এবারের আইপিএলে হায়দরাবাদ একমাত্র দল যারা এখনও একটিও অ্যাওয়ে ম্যাচ জেতেনি। যদিও আইপিএল অভিযান রাজস্থানকে ৪৪ রানে হারিয়ে শুরু করেছিল হায়দরাবাদ। কিন্তু তারপর টানা চারটি ম্যাচ তারা হারে। এরপর ষষ্ঠ ম্যাচে পাঞ্জাবকে বড় ব্যবধানে হারায় তারা। কিন্তু ফের মুখ থুবড়ে পড়ল মুম্বইয়ের কাছে।


এরপরের ম্যাচটিও হায়দরাবাদ খেলবে মুম্বইয়ের বিরুদ্ধে। সেটি ২৩ এপ্রিল হবে ঘরের মাঠে। এখন দেখার জয়ে ফেরা ও বদলা নিতে পারে কিনা হায়দরাবাদ।