আজকাল ওয়েবডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক রাত। উয়েফা নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই শক্তিশালী দেশ স্পেন ও পর্তুগাল। তবে এই ম্যাচ শুধুই দুই দলের লড়াই নয়, দুই প্রজন্মের দ্বৈরথের মঞ্চ: লামিন ইয়ামাল বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একদিকে ১৭ বছরের বিস্ময়বালক লামিন ইয়ামাল, যাকে অনেকে ইতিমধ্যেই পরবর্তী লেজেন্ড বলে আখ্যা দিচ্ছেন।
বার্সেলোনার এই তরুণ ফুটবলার জাতীয় দলের হয়ে ইতিমধ্যেই দারুণ নজর কেড়েছেন। অন্যদিকে রয়েছেন ৩৯ বছর বয়সি রোনাল্ডো। যিনি কেরিয়ারের শেষপর্যায়ে এসেও গোল করে জেতাচ্ছেন পর্তুগালকে। রোনাল্ডোর ঝুলিতে রয়েছে ইউরো কাপ, একটি নেশনস লিগ শিরোপা এবং ৯৩৭টি কেরিয়ার গোল। ইতিমধ্যেই, নিজেকে এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের একদম কাছাকাছি নিয়ে গেছেন ক্রিশ্চিয়ানো। তবে তিনি এখন আর মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেই, বরং লড়ছেন সময়ের সঙ্গে।
এদিনের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ জুন, রাত ১২:৩০ মিনিটে, জার্মানির মিউনিখের আইকনিক অ্যালায়েঞ্জ এরিনায়। ভারতীয় ফুটবলপ্রেমীরা এই রোমাঞ্চকর দ্বৈরথ দেখতে পারবেন টেলিভিশনে সোনি স্পোর্টস নেটওয়ার্কে এবং সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। একদিকে ফুটবলীয় ভবিষ্যৎ, অন্যদিকে কিংবদন্তির শেষ অধ্যায়। এদিনের ফাইনাল ম্যাচ শুধু একটি ট্রফির লড়াই নয়, বরং এক নতুন ইতিহাসের সূচনা হতে চলেছে।
