আজকাল ওয়েবডেস্ক: টেস্টে দক্ষিণ আফ্রিকা সবচেয়ে বড় জয় পেল। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে নাস্তানুবাদ করল প্রোটিয়ারা। দ্বিতীয় টেস্ট তিনদিনের বেশি গড়াল না। ইনিংস ও ২৭৩ রানের ব্যবধানে হার মানে বাংলার বাঘেরা। একদিনে বাংলাদেশের ১৬টি উইকেট পড়ল।
দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের রান ছিল ৪ উইকেটে ৩৮ রান। তৃতীয় দিন আরও দৃষ্টিকটু গেল। লাঞ্চের সময় বাংলাদেশের রান ছিল ৮ উইকেটে ১৩৭। প্রোটিয়াদের বোলিং আক্রমণের জবাবই ছিল না বাংলার বাঘেদের কাছে।
লাঞ্চের পর ৩৭ মিনিটে ৮.২ ওভার ব্যাটিং করে ১৫৯ রানে প্রথম ইনিংস শেষ হয়ে যায় বাংলাদেশের। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে মোমিনুল হক সর্বোচ্চ ৮২ রান করেন। শেষের দিকে তাইজুলও (৩০) লড়েন।
প্রথম ইনিংসে ৪১৬ রানের লিড দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠায় প্রোটিয়া ব্রিগেড। প্রথম ইনিংসের ভুলেরি পুনরাবৃত্তি দেখা গেল দ্বিতীয় ইনিংসে।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১৪৩ রানে। নাজমুল হাসান শান্ত (৩৬), মহিদুল ইসলাম (২৯) ও হাসান মাহমুদ (৩৮*) উল্লেখযোগ্য রান করেন। কিন্তু ম্যাচ বাঁচানোর জন্য সেই রান যে যথেষ্ট ছিল না। ম্যাচ হেরে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ''দীর্ঘ সময় ধরেই এই ঘটনা চলছে। টেস্টে টপ অর্ডার যদি পার্টনারশিপ গড়তে না পারে, তাহলে পরের ব্যাটসম্যানদের জন্য খুবই কঠিন। টপ অর্ডারে যারা ব্যাটিং করে, তারা কী চিন্তা করে, তা আমার জানা নেই। এভাবে চলতে থাকলে এমন ফলাফলই হবে।''
