আজকাল ওয়েবডেস্ক: ইডেনে ভারতের লজ্জাজনক ব্যাটিং ধস ঘিরে ফের প্রশ্ন উঠেছে ঘরের মাঠে টিম ইন্ডিয়ার পিচ নীতি ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে।
১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় ভারত। প্রথম দিন থেকেই টার্নিং উইকেটে ব্যাটারদের বেহাল অবস্থা।
আর সেই পিচই নাকি দলের অনুরোধে প্রস্তুত করা হয়েছিল। এমন বিতর্কের মাঝেই সামনে এল সৌরভ গাঙ্গুলির স্পষ্ট ও কড়া বার্তা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট হারার পর সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, পিচ নিখুঁত না হলেও ভারতের ব্যর্থতার মূল কারণ ছিল সিদ্ধান্তহীন ব্যাটিং, ভারসাম্যহীন কৌশল এবং নিজেদের শক্তিতে অচল বিশ্বাস।
তিনি বলেন, ‘কোনও বিতর্ক নেই। এটা সেরা টেস্ট উইকেট ছিল না, তবুও ভারত ম্যাচটা জিততেই পারত। ১২০ তুলতে না পারাটা হতাশাজনক। গম্ভীর বলেছেন, ওরা এমন পিচই চেয়েছিল, কিউরেটরকে নির্দেশও দিয়েছিল। এটা ঠিক। কিন্তু আমরা ভাল পিচে খেলতেই চাই,’ মন্তব্য গাঙ্গুলির।
গম্ভীরের কোচিং পর্বের প্রশংসা করলেও সৌরভ স্পষ্ট করেন, নিজেদের ফাস্ট বোলারদের ওপর আস্থা রাখতে হবে।
তিনি বলেন, ‘বুমরা, সিরাজ এবং শামির ওপর বিশ্বাস রাখতে হবে। এইরকম উইকেটে স্পিনাররাই ম্যাচ জেতায়। কিন্তু ফাস্ট বোলারদের হালকা করে দেখা যাবে না।’
টেস্ট দলের কৌশলগত দিক দিয়েও পরামর্শ দিলেন সৌরভ। তিনি বলেন, ‘টেস্ট ম্যাচ পাঁচ দিনে জিততে হয়, তিন দিনে নয়।’ ইডেনের হার বারবার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ভারতের পুরনো সমস্যাগুলো।
যে পিচে জাদেজা, অক্ষর, কুলদীপদের সুবিধা হওয়ার কথা ছিল, সেখানেই দক্ষিণ আফ্রিকার অফ-স্পিনার সাইমন হার্মার আট উইকেট তুলে নিয়ে ম্যাচ পুরোপুরি ঘুরিয়ে দেন।
গিলের ঘাড়ের চোটেও ভারত ক্ষতিগ্রস্ত হলেও মূল সমস্যাটা ছিল ব্যাটারদের ভুল শট বাছাই, অস্থিরতা এবং ছোট ছোট পার্টনারশিপ গড়তে ব্যর্থতা।
গম্ভীর অবশ্য ম্যাচের পর পিচ সংক্রান্ত বিতর্ক উড়িয়ে দিয়ে বলেন, উইকেটে কোনও ‘জুজু’ ছিল না। দল যেমন চেয়েছিল ঠিক তেমন পিচই দেওয়া হয়েছে। ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ নভেম্বর, গুয়াহাটিতে।
