মিল্টন সেন, হুগলি: ঝড় জলের কারণে ভেস্তে গেল আয়োজন। প্রীতি ম্যাচ দেখা হল না। পুরস্কার বিতরণ করে কলকাতা ফিরে গেলেন মহারাজ। বৃহস্পতিবার ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বৃহস্পতিবার চন্দননগর কুঠির মাঠে আয়োজিত সুপ্রিম কাপ অনূর্ধ্ব-১৩ ট্যালেন্ট হান্ট ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সৌরভ। উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, ডিসি চন্দননগর অলোকনন্দা ভাওয়াল, সুপ্রিম নলেজ ফাউন্ডেশানের কর্নধার বিজয় গুহ মল্লিক সহ বিশিষ্টরা।
এদিন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অরেঞ্জ ফিসকে দশ উইকেটে হারিয়ে দেয়
ইয়োলো লায়ন্স। প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট সৌম গুহ মল্লিক জানিয়েছেন, তাঁদের শিক্ষা প্রতিষ্ঠানের তরফে খেলাধুলার ওপর বিশেষ জোর দেওয়া হয়। কারণ খেলাধুলার মধ্যে দিয়ে প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি হয়। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হয়। একইসঙ্গে তৈরি হওয়া স্পোর্টসম্যান স্পিরিট পরবর্তীকালে কাজে লাগে। ছোট থেকে খেলাধুলোর মাধ্যমে অনেক প্রতিভা উঠে আসে। পরবর্তীকাল যারা সিএবির হয়ে সুযোগ পায়। সৌরভ গাঙ্গুলির উপস্থিতিতে চন্দননগর মেয়র একাদশ বনাম সিএবি একাদশের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ঝড়বৃষ্টির কারণে সেই ম্যাচ ভেস্তে যায়।
ছবি: পার্থ রাহা।
