আজকাল ওয়েবডেস্ক: মাত্র কয়েকদিন আগেই বিশ্বজয় করেছেন। এবার আরও একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ জয়। তবে ঠিক ক্রিকেট মাঠে নয়, জীবনের ইনিংসে। যদিও ব্যাকড্রপ ক্রিকেটই। বিয়ের পিঁড়িতে বসার আগে ক্রিকেটে হবু বর পলাশ মুচ্ছালকে হারালেন স্মৃতি মান্ধানা। ২৩ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হবেন দু'জন। তার আগে বিয়ের নানান অনুষ্ঠানের ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সতীর্থদের সঙ্গে নাচের ভিডিও থেকে শুরু করে, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আংটি বদল। সেখান থেকে গায়ে হলুদের ছবি। সবই ছেয়ে গিয়েছে ইন্টারনেটে। এবার একটি প্রীতি ম্যাচের ছবি ভাইরাল হয়।
দুই দলকে নেতৃত্ব দেন স্মৃতি এবং পলাশ। হবু বরের দলের নাম ছিল 'টিম গ্রুম'। কনের দলের নাম 'টিম ব্রাইড'। মজাদার ক্রিকেট ম্যাচে যোগ দেন জেমাইমা রডরিগেজ, শেফালি বর্মা, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং, রাধা যাদব এবং রিচা ঘোষ। তারমধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে টসের ভিডিও। স্মৃতির বিরুদ্ধে টসে জেতেন পলাশ। জেতা মাত্র সেলিব্রেট করতে শুরু করেন। ম্যাচ শুরুর আগে এই ভিডিও পোস্ট করেন দুই অধিনায়ক। দারুণ উপভোগ্য হয় এই মজাদার ম্যাচ। টসে হারলেও ম্যাচ জেতেন স্মৃতি অ্যান্ড কোম্পানি। তারপর প্রাণখুলে সেলিব্রেট করে। স্ট্যাম্প হাতে নিয়ে উৎসব। ম্যাচ শেষে দুই অধিনায়ক হাত মিলিয়ে একে অপরকে জড়িয়ে ধরে। নেটমাধ্যমে ছড়িয়ে গিয়েছে এই ভিডিও।
রবিবার বিয়ের পিঁড়িতে বসবেন স্মৃতি। তার আগেই শুরু হয়ে গিয়েছে দু'দিনব্যাপী বিয়ের অনুষ্ঠান। শুক্রবারই ছিল গায়ে হলুদ। হলুদ পোশাকে দেখা যায় হবু বর এবং কনেকে। সঙ্গে ছিল স্মৃতির 'ব্রাইড স্কোয়াড'। সবার পরনে হলুদ পোশাক। স্মৃতির গায়ে হলুদের ছবি বিদ্যুৎগতিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। দিনের হাইলাইট হয়ে ওঠে। ঢোলের তালে নাচতে দেখা যায় স্মৃতি সহ জেমাইমা, শেফালি, শ্রীয়াঙ্কাদের। খুশিতে ডগমগ ছিলেন স্মৃতি। কালার থিম ছিল হলুদ। পোশাক থেকে শুরু করে সজ্জা, সবই ছিল হলুদে মোড়া। সতীর্থের গায়ে হলুদে সামিল হন বিশ্বকাপজয়ী দলের একঝাঁক তারকা। তালিকায় ছিলেন জেমাইমা রডরিগেজ, শেফালি বর্মা, অরুন্ধতী রেড্ডি, শ্রেয়াঙ্কা পাতিল, রেণুকা সিং ঠাকুর, রাধা যাদব এবং রিচা ঘোষ। সবাই স্মৃতির সঙ্গে ড্যান্স ফ্লোরে যোগ দেয়। এই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়। সবার মধ্যে মাঠের বাইরের বন্ধন স্পষ্ট ফুটে ওঠে। একমাত্র হরমনপ্রীত কৌরকে দেখা যায়নি।
