আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে ৪১ রানে জয়ে এশিয়া কাপের ফাইনালে চলে গিয়েছে ভারত। দলগত সাফল্যে টিম ম্যানেজমেন্ট খুশি হলেও, দলের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠছে। একইসঙ্গে সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে চিন্তা বাড়ছে। শুভমন গিল এবং অভিষেক শর্মা ভারতের হয়ে শুরুটা ভাল করে। পাওয়ার প্লেতে ৭২ রান যোগ করে। গিল আউট হওয়ার পর তিন নম্বরে শিবম দুবেকে প্রমোট করেন সূর্যকুমার। এই সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফেরে। মাত্র ২ রান করেন। সঞ্জু স্যামসনকে আট নম্বরে নামানো হয়। তার আগে নামানো হয় অক্ষর প্যাটেল, হার্দিক পাণ্ডিয়া এবং তিলক বর্মাকে। যার ফলে ব্যাট করার সুযোগ পাননি। সূর্যকুমারের ফর্ম নিয়ে এবার মুখ খোলেন সুনীল গাভাসকর। ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তিত কিংবদন্তি। গাভাসকর বলেন, 'যখন ব্যাটারদের প্র্যাকটিসের সুযোগ দেওয়া হয়, ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন হয়। আমার মনে হয় না খুব বেশি বদল হওয়া উচিত। সেটা দলের ছন্দ নষ্ট করতে পারে। ব্যাটিং অর্ডারেরও রিদিম দরকার। পরিস্থিতির বিচারে কখনও কাউকে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে তোলা হয়। কিন্তু দুবের মতো ফিনিশারকে তিন নম্বরে নামানো একটু কঠিন সিদ্ধান্ত। এখানেই ভারত সমস্যায় পড়েছে।' 

সূর্যকুমারের ব্যাটিংয়ের সমালোচনা করেন প্রাক্তন ভারত অধিনায়ক। জানান, অধিনায়কের রান না পাওয়ার প্রভাব দলের ওপর পড়ে। এই প্রসঙ্গে সানি বলেন, 'তুমি অধিনায়ক হিসেবে আগের ম্যাচে রান পাওনি। অধিনায়কের রান পাওয়া খুব দরকার। ও চার নম্বরে নেমে একই শট খেলতে গিয়ে আগের ম্যাচের মতো আউট হয়েছে। ও এইধরনের শট থেকে প্রচুর রান পেয়েছে। কিন্তু যখন এই শট খেলে ইদানিং তুমি বারবার আউট হচ্ছ, তখন আপাতত এমন শট খেলা উচিত নয়।' অধিনায়ক হওয়ার পর থেকে পারফরম্যান্স গ্রাফ পড়তে শুরু করেছে সূর্যের। পরিসংখ্যান তাই বলছে। ব্যাটিং গড় ৪৩.৪০ থেকে ২৬.৮২ তে নেমে গিয়েছে। স্ট্রাইক রেট ১৬৮.১৭ থেকে ১৫৬.২ নেমে গিয়েছে। অধিনায়ক হিসেবে ২৭ ম্যাচ এবং ২৫ ইনিংসে ৬১৭ রান করেন। রয়েছে একটি শতরান এবং চারটে অর্ধশতরান। নেতৃত্ব পাওয়ার আগে ৫৮ ইনিংসে ২০৪০ রান করেন সূর্য। তারমধ্যে ছিল তিনটে শতরান এবং ১৭টি অর্ধশতরান। বাউন্ডারির সংখ্যাও কমেছে। অধিনায়ক হওয়ার পর ৬১টি চার এবং ৩৪টি ছয় মারেন। অধিনায়ক হওয়ার আগে ১৮১টি চার মারেন। ছয়ের‌ সংখ্যা ১১৪। ২০২৪ টি-২০ বিশ্বকাপের পর থেকে এটা সূর্যের দশতম এক সংখ্যার স্কোর। চলতি বছর ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বনিম্ন গড় ভারত অধিনায়কের। যা ভাবাচ্ছে গাভাসকরকে‌।