আজকাল ওয়েবডেস্ক: ফের চোট। ফের ছিটকে গেলেন শুভমান গিল। ভারত–দক্ষিণ আফ্রিকা চলতি টি–টোয়েন্টি সিরিজে আর খেলতে পারবেন না গিল। পায়ের চোটের জন্যই তিনি ছিটকে গেলেন বলে জানা গিয়েছে।
এর আগে ভারত–দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজেও চোট ছিটকে দিয়েছিল গিলকে। ঘাড়ের চোট ফেলেছিল সমস্যায়। ফলে খেলতে পারেননি একদিনের সিরিজ। অধিনায়কত্ব করেন লোকেশ রাহুল। কিন্তু টি–টোয়েন্টি সিরিজে তিনি ফিরেছিলেন। প্রথম তিন ম্যাচে খেললেও সেভাবে রান পাননি। এবার চোটের জন্য সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার টি–টোয়েন্টি দলের সহ অধিনায়ক গিল। তাঁর চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি।
এদিকে দূষণের জন্য লখনউতে পিছিয়ে গেল টস। খেলা শুরুর কথা সন্ধে সাতটায়। আগে জানানো হয়েছিল সন্ধে ৬.৫০ মিনিটে মাঠ পরিদর্শন হবে। কিন্তু সন্ধে ৬.৫০ মিনিটেও খেলা শুরু করার পরিস্থিতি ছিল না। এরপর জানা যায় ফের আম্পায়াররা মাঠ পরিদর্শন করবেন সন্ধে সাড়ে সাতটায়। তারপর হবে টস।
এটা ঘটনা, দূষণের দাপটে দিশেহারা গোটা উত্তর ভারত। ধোঁয়াশার জেরে কমেছে দৃশ্যমানতা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কম দৃশ্যমানতার জেরে একের পর এক গাড়ি দুর্ঘটনায় হু হু করে বাড়ছে প্রাণহানি। এবার ক্রিকেটেও থাবা বসাল দূষণ। লখনউয়ের একানা স্টেডিয়ামে নির্ধারিত সময়ে টস করতে পারলেন না ভারত ও দক্ষিণ আফ্রিকার অধিনায়করা। ঘন কুয়াশায় ঢাকা পড়ল লখনউয়ের মাঠ।
এটা ঘটনা, ঘন কুয়াশার জন্য খেলা শুরু করার মতো পরিস্থিতি নেই লখনউয়ে। সন্ধে ৬.৫০ মিনিটে পরিদর্শনের পর দু’দলের কোচ এবং অধিনায়কের সঙ্গে কথা বলেন আম্পায়াররা। তাঁরা জানিয়েছেন আবার সন্ধে ৭.৩০ মিনিটে পরিদর্শন করবেন। তার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
তার উপর ম্যাচের আগেই চোটের জন্য ছিটকে গেলেন সহ অধিনায়ক শুভমান গিল। এই সিরিজের পরেই ভারতে আসবে নিউজিল্যান্ড। খেলবে তিন একদিনের ম্যাচ ও পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে গিল খেলতে পারেন কিনা সেটাই দেখার। তারপরেই কিন্তু টি–টোয়েন্টি বিশ্বকাপ। তাই গিলের চোট চিন্তা বাড়াল গৌতম গম্ভীরের।
প্রসঙ্গত, চলতি সিরিজে ২–১ এগিয়ে আছে ভারত। বাকি আর দুই ম্যাচ। লখনউয়ের ম্যাচ যদি ভেস্তে যায়, তাহলে হাতে থাকবে আর একটি ম্যাচ।
