আজকাল ওয়েবডেস্ক: জল্পনাই সত্যি হল। গুয়াহাটি টেস্ট থেকে ছিটকে গেলেন শুভমান গিল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী এই খবরই পাওয়া যাচ্ছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গুয়াহাটি টেস্টে খেলার কোনও সম্ভাবনাই নেই ভারতের টেস্ট অধিনায়কের। গিল দলের সঙ্গে গুয়াহাটি গিয়েছেন। কিন্তু তিনি মাঠে নামবেন না। তাঁকে নামানো হলে ঘাড়ের সমস্যা আরও বাড়তে পারে। তিনি যেহেতু ভারতের দুই ফরম্যাটের অধিনায়ক, তাই ঝুঁকি নেওয়া হচ্ছে না। এমনকী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও গিল সম্ভবত খেলবেন না।
প্রসঙ্গত, ইডেন টেস্টে ঘাড়ে চোট পান শুভমান। পুরো ব্যাটও করতে পারেননি। দ্বিতীয় দিনের শেষে ইডেন থেকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। দলের সঙ্গে গুয়াহাটি গেলেও গিল খেলতে পারবেন না দ্বিতীয় টেস্টে। শোনা গেল, শুভমানের ঘাড়ের যন্ত্রণা আগের চেয়ে অনেকটাই কমেছে। কিন্তু একশো শতাংশ ফিট হওয়ার থেকে তিনি অনেকটাই দূরে। তবে গুয়াহাটি টেস্ট খেলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ক্লিনিকালি ফিট হয়ে গেলেও শুভমানের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে পড়া উচিত কি না? চিকিৎসকরা বলছেন, শুভমানের উচিত নয় এই অবস্থায় ঝুঁকি নিয়ে খেলতে নেমে পড়া। কারণ, তাঁর যদি খেলতে নেমে ফের লেগে যায়, আরও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে। সেই ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। তাঁকে আরও অন্তত দিন দশেক বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, গুয়াহাটি টেস্ট হেরে গেলে সিরিজও হারতে হবে টিমকে। এই পরিস্থিতিতে গিল না খেলতে পারলে প্রথম একাদশে ঢোকার কথা সাই সুদর্শনের। চলতি বছরের জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল সুদর্শনের। এখনও অবধি পাঁচ টেস্টে করেছেন ২৭৩ রান। গড় ৩০.৩৩। অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন। রান করেছিলেন ৩৯ ও ৮৭। দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে থাকলেও ইডেন টেস্টের প্রথম একাদশে তিনি সুযোগ পাননি।
এদিকে গুয়াহাটিতে গিল না খেললে অধিনায়কত্ব করার কথা ঋষভ পন্থের। যাঁর অধিনায়কত্ব নিয়ে ইডেন টেস্টেই প্রশ্ন উঠেছিল। গুয়াহাটি টেস্ট শুরু হবে ২২ নভেম্বর থেকে।
