আজকাল ওয়েবডেস্ক: ইডেন টেস্টের সময়ই চোট পেয়েছিলেন। ঘাড়ে। ফলে দ্বিতীয় দিন মাত্র ৩ বল খেলেই উঠে যান গিল। কলকাতার এক হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল টিম ইন্ডিয়ার টেস্ট দলের অধিনায়ককে। খেলতে পারেননি গুয়াহাটি টেস্ট। একদিনের সিরিজেও ছিলেন না। অবশেষে ফিরলেন টি–টোয়েন্টি সিরিজে। তবে প্রথম ম্যাচে রান পাননি শুভমান গিল।
কটকে প্রথম ম্যাচে জয়ের পর জানা যায়, ‘ডিস্ক বালজ’ হয়েছিল শুভমানের। তিনি নিজেই একথা জানিয়েছেন। বিষয়টা হচ্ছে, মেরুদণ্ডের কশেরুকাগুলির মাঝখানে থাকা নরম ডিস্কের জেলির মতো অংশটি ক্ষতিগ্রস্ত হলে স্নায়ুর চাপ তৈরি হয়। সেই সময় জায়গাটিতে প্রবল ব্যথা কিংবা ব্যথা, অসাড়তা তৈরি করতে পারে। একে হার্নিয়েটেড ডিস্ক বা স্লিপড ডিস্কও বলা হয়। সেই কারণেই ঘাড় ঘোরাতে পারছিলেন না গিল।
এখন অবশ্য তিনি সুস্থ। জানিয়েছেন, ‘সুস্থ রয়েছি এখন। বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে অনেকদিন ছিলাম। শারীরিক ও মানসিকভাবে এখন সুস্থ আছি। ঘাড়ে ডিস্ক বালজ হয়েছিল। এর ফলেই ঘাড় ঘোরাতে পারছিলাম না। ম্যাচের দিন সকালে সমস্যাটা বড় হয়ে দেখা দিয়েছিল। ব্যাট করার সময় সমস্যাটা আরও বাড়ে। হাসপাতালেও যেতে হয়েছিল।’
এখন টি–টোয়েন্টি নিয়ে ব্যস্ত শুভমান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আরও চারটি ম্যাচ রয়েছে। এরপর রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি–টোয়েন্টি। তারপর টি–টোয়েন্টি বিশ্বকাপ। শুভমানের কথায়, ‘দল সঠিক সময়েই ছন্দে চলে আসবে। এখনও বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলির মধ্যে থেকেই সঠিক কম্বিনেশন খুঁজে নিতে হবে।’ শুভমানের কথায় স্পষ্ট, টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।
