আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সিরিজই ছিল টেস্ট অধিনায়ক হিসেবে তাঁর যাত্রা। সেই যাত্রায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন শুভমান গিল। সিরিজ ২–২ ড্র করে দেশে ফিরেছে ভারত। সাড়ে সাতশোর উপর রান করে সিরিজ সেরার খেতাব জিতেছেন ভারত অধিনায়ক।
আর এই সাফল্যের পর টি২০ দলের সহ অধিনায়ক হয়েছেন গিল। অঙ্কটা পরিস্কার, আগামীদিনে বোর্ড গিলকে টি২০ দলেরও অধিনায়ক করবে। এটা ঘটনা, সেই ২০১৮ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ থেকে সফর শুরু গিলের। যে দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। শুরুতে কেমন দেখেছিলেন গিলকে? সেই নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ দ্রাবিড়।
সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনকে একটি পডকাস্টে ভারতের প্রাক্তন কোচ বলেন, ‘শুভমান গিলকে আলাদা করে চেনা যেত। পৃথ্বী শ–কে নিয়েও একই কথা বলা যায়। আমার আগেই গিলকে অনেকে চিনতেন। আমি শুনেছিলাম, ‘আরে শুভমান গিল দারুণ প্লেয়ার’। আর এটা সত্যি, যখন তুমি ভারতীয় ক্রিকেটের মধ্যে থাকো, আর বৈভব সূর্যবংশী বা আয়ুষ মাত্রের মতো প্রতিভা উঠে আসে, তখন কোচেদের নজরে পড়বেই। গিলকে দেখার আগেই অন্তত ৬ জন আমাকে ওর ব্যাপারে বলেছে। সবাই বলেছে ও কত ভাল প্লেয়ার।’
‘কুট্টি স্টোরিজ’ নামের ওই পডকাস্টে দ্রাবিড় আরও বলেন, ‘আমি বিশেষ কারও নাম বলব না। তাতে অনেকের প্রতি অবিচার হবে। কিন্তু, যখন আমি প্রথম ঋষভ পন্থকে দেখি, তখনই বুঝি ও সবার থেকে আলাদা। আবার যদি ২০১৬ সালের ওই ব্যাচটার দিকে তাকাই, তাহলে মনে পড়বে খলিল আহমেদের কথা। ও এখনও নিজের রাস্তা খুঁজছে। এখনও সেটা ও খুঁজে পাইনি। কিন্তু যখন আমি অনূর্ধ্ব–১৯ দলের কথা ভাবি, তখন মনে হয়, ‘তরুণ বোলার হিসেবে ওর মধ্যে আলাদা প্রতিভা আছে’।’
বর্তমানে আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড়। সেখানেও প্রতিভার ছড়াছড়ি। তাঁদের মধ্যে কাকে ‘স্পেশাল’ বলে মনে হচ্ছে তাঁর? দ্রাবিড় বলছেন, ‘রিয়ান পরাগ আছে। যখন আমি ১৮ বছর বয়সি সঞ্জু স্যামসনকে দেখি, তখনই ওর প্রতিভা বুঝেছিলাম। অনেক নামই হয়তো বলা হল না। কিন্তু ভারতীয় ক্রিকেটের সিস্টেমটাই এরকম। যাদের দেখে মনে হয় ‘অসাধারণ’। আর প্রতি বছর আইপিএলের ট্রায়ালে নতুন নতুন প্রতিভা উঠে আসছে।’
এদিকে, শোনা যাচ্ছে ভারতের পরবর্তী ওয়ানডে অধিনায়ক হতে পারেন শ্রেয়স আইয়ার। সূত্রের দাবি এমনই। নির্বাচকরা মনে করছেন শ্রেয়স লম্বা রেসের ঘোড়া। অন্তত অধিনায়কত্বের ক্ষেত্রে। যদিও এশিয়া কাপের দলে শ্রেয়স সুযোগ না পাওয়ায় দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। তার উপর শুভমান গিলকে টি২০ দলে সহ অধিনায়ক করে ফিরিয়ে আনা হয়েছে। এতে বিসিসিআইয়ের অঙ্কটা বেশ পরিস্কার। যে গিলকে টেস্টের পাশাপাশি টি২০ দলের অধিনায়কও করা হবে আগামীতে। আর রোহিতের পরিবর্তে ওয়ানডে অধিনায়ক হিসেবে বোর্ড কর্তাদের মাথায় ঘুরছে শ্রেয়সের নাম।
সূত্রের খবর, এশিয়া কাপের পরেই ভারতের ওয়ানডে দল নিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। সূত্রের খবর, রোহিত ও বিরাটের সঙ্গে ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চায় বোর্ড। দু’জনকেই ভাবার পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। সবচেয়ে বড় কথা নির্বাচকরা আর রোহিতকে ওয়ানডে অধিনায়ক চান না। এদিকে, সূত্রের খবর, রোহিত ও বিরাট সম্ভবত অস্ট্রেলিয়াতেই শেষ ওয়ানডে সিরিজ খেলবেন।
