আজকাল ওয়েবডেস্ক: টি-২০ ক্রিকেট থেকে আবার ফোকাস লাল বলের ক্রিকেটে। মাঝে মাত্র কয়েকদিন। মানিয়ে নেওয়া সহজ নয়। তারওপর ফর্ম নেই। ছন্দে ফিরতে মরিয়া শুভমন গিল। নেটে প্রায় দেড় ঘণ্টা সময় কাটান ভারত অধিনায়ক। শুক্রবার ইডেনে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ১-১ ড্র করে ভারতে এসেছে প্রোটিয়ারা। আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে। শেষ টেস্ট সিরিজে ছন্দে ছিলেন গিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টে একটি শতরান এবং অর্ধশতরান করেন। কিন্তু তারপর সাদা বলের ক্রিকেটে রান পাননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেট এবং টি-২০ মিলিয়ে মাত্র একটি অর্ধশতরান করেন। কারারা ওভালে ৪৭ রান করেন। এবার আবার টেস্টে নেতৃত্বে ফিরবেন গিল।
রিদম ফিরে পেতে মরিয়া তরুণ অধিনায়ক। মঙ্গলবার নেটে দৃঢ় সংকল্প নিয়ে ব্যাট করেন গিল। নেটে ব্যাট করতে নামার আগে হাইকোর্ট প্রান্তে তাঁর সঙ্গে দীর্ঘ আলোচনা করতে দেখা যায় গৌতম গম্ভীর এবং সীতাংশু কোটাককে। যশস্বী জয়েসওয়ালের সঙ্গে নেটে নামার আগে দলের বাকিদের সঙ্গে স্লিপ ফিল্ডিং প্র্যাকটিস করতে দেখা যায় টিম ইন্ডিয়ার নেতাকে। স্পিন দিয়ে শুরু করেন। রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের বিরুদ্ধে ব্যাট করেন। স্পিনারদের বিরুদ্ধে মূলত রক্ষণাত্মক শট খেলতে দেখা যায় তাঁকে। মাঝেমধ্যে অবশ্য সুইপও করেন।
স্পিনের বিরুদ্ধে অনুশীলনের পর পেসারদের মোকাবিলা করেন শুভমন। প্রথমে যশপ্রীত বুমরা, তারপর নীতিশ কুমার রেড্ডি। তারপর কয়েকজন ক্লাব বোলারদের বিরুদ্ধে প্র্যাকটিস করেন। তারপর চলে থ্রো ডাউন। সাইড নেটে একঘণ্টার বেশি ব্যাট করার পর, প্রধান নেটে মর্নি মরকেলের নজরদারিতে চলে আরও ৩০ মিনিটের থ্রো ডাউন। নিজেও গিলকে বল করেন। সেন্ট্রাল উইকেটে দীর্ঘক্ষণ ব্যাট করেন যশস্বী জয়েসওয়ালও। অনেক বেশি স্বচ্ছন্দ দেখায় তাঁকে। নেটে অনেকক্ষণ সময় কাটান সাই সুদর্শনও। ইংল্যান্ডে সেইভাবে সফল না হলেও, ইডেনে তিন নম্বরে তাঁকেই দেখা যাবে। অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো অর্ধশতরান রয়েছে তাঁর। মঙ্গলবার স্পিনার, পেসারদের পাশাপাশি থ্রো ডাউন স্পেশালিস্টের বিরুদ্ধে প্র্যাকটিসও করেন। বেঙ্গালুরুতে সদ্য ভারতীয় এ দলের হয়ে খেলায় এদিন ঐচ্ছিক অনুশীলনে হাজির ছিলেন না কেএল রাহুল, ধ্রুব জুরেল, কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ। তিন নম্বর জায়গা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। বিশেষ করে জুরেল যখন দুরন্ত ফর্মে রয়েছে। শেষ পাঁচ ম্যাচে তিনটে শতরান। শোনা যাচ্ছে, শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলানো হতে পারে তাঁকে। উইকেটের পেছনে দেখা যাবে ঋষভ পন্থকে। চোট সারিয়ে ফিরবেন তারকা উইকেটকিপার ব্যাটার। পেসারদের মধ্যে একমাত্র বুমরা অনুশীলনে হাজির ছিলেন। ১৫ মিনিট মতো স্পট বোলিং করেন। হালকা মেজাজে ব্যাটিং প্র্যাকটিস করতেও দেখা যায় তারকা পেসারকে। ডান পায়ের হাঁটুতে স্ট্র্যাপ বাঁধা ছিল বুমরার। গম্ভীর এবং মরকেলের কড়া নজরদারিতে প্র্যাকটিস করেন।
