আজকাল ওয়েবডেস্ক: বাইশ গজে প্রত্যাবর্তন সুখকর হল না শুভমন গিলের। চোট সারিয়ে ফিরে বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না সূর্যকুমার যাদবের ডেপুটি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে মাত্র ৪ রানে ফেরেন। প্রথম ওভারের তৃতীয় বলে আউট হন। লুঙ্গি এনগিডির দ্বিতীয় বলে চার মেরে খাতা খোলেন। কিন্তু পরের বলেই আউট হন। মিড অফের ওপর দিয়ে মারতে গিয়ে মার্কো জ্যানসেনের হাতে ধরা পড়েন। প্রত্যাশার থেকে বেশি বাউন্স করে বল। তাই শট আয়ত্বে রাখতে পারেননি শুভমন। চোট সারিয়ে মাঠে ফিরলেও রান পাননি গিল। ব্যর্থ গিল। তৃতীয় ওভারে সূর্যকুমার যাদবকে ফেরান এনগিডি। ১১ বলে ১২ রানে আউট হন ভারতের নেতা। একটি চার এবং ছয় মেরে শুরু করলেও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি স্কাই। 

গিল আউট হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। তাঁর বর্তমান টি-২০ ফর্ম নিয়ে প্রশ্ন ওঠে। তাঁকে পোস্টার বয় বলে আক্রমণ করা হয়। এক্স হ্যান্ডেলে একজন লেখেন, 'এটা আমাদের পোস্টার বয় এবং ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের পারফরম্যান্স।' আরেকজন লেখেন, 'আমি যেকোনো দিন ওর বদলে সঞ্জু স্যামসনকে বেছে নেব।' চোট সারিয়ে দলে ফিরেছেন। এবার ব্যাট হাতেও শুভমন গিলের দাপুটে প্রত্যাবর্তনের আশায় ছিলেন ইরফান পাঠান। মঙ্গলবার থেকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হয়েছে। ভারতের প্রাক্তন অলরাউন্ডার মনে করছেন, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ওপেনিংয়ে এবার নিজের জায়গা পাকা করে নেওয়া উচিত গিলের। সামনেই টি-২০ বিশ্বকাপ। তার আগেই নিজেকে ওপেনিংয়ে প্রতিষ্ঠিত করতে হবে শুভমনকে। 

ভারতের দীর্ঘমেয়াদি ওপেনার হওয়ার হাতছানি রয়েছে তাঁর সামনে। এই প্রসঙ্গে পাঠান বলেন, 'টি-২০ ক্রিকেটের টপ অর্ডারে শুভমন গিলের উচিত নিজের জায়গা পাকা করে নেওয়া। আমরা এমন প্লেয়ারদের গুরুত্ব দিই যারা সব ফরম্যাটে খেলতে পারে। ওর আইপিএল রেকর্ড বলে দিচ্ছে ও এই ফরম্যাটে কত ভাল খেলতে পারে। এই পাঁচ ম্যাচের সিরিজে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। চোট সারিয়ে ফিরছে। ভাল ব্যাটিং পিচ পাবে। উইকেটে পেস এবং বাউন্স থাকবে। ধর্মশালায় ব্যাটিং উপভোগ করবে।' কিন্তু কামব্যাকে সাফল্য আসেনি। বাকি চার ম্যাচে রান পেতে মরিয়া থাকবেন গিল। টি-২০ বিশ্বকাপের আগে ওপেনার হিসেবে নিজের জায়গা পাকা করার এটাই সেরা সুযোগ।