আজকাল ওয়েবডেস্ক: রায়পুরে দ্বিতীয় টি-২০ ম্যাচ চলাকালীন এল সুখবর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে পাওয়া যাবে শুভমন গিলকে। ফিট সার্টিফিকেট পেয়ে গিয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক। বুধবার বিসিসিআইয়ের সূত্র জানিয়ে দেন, সহ অধিনায়ক হিসেবে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-২০ সিরিজে ফিরছেন গিল। বোর্ডের সূত্র বলেন, 'গিল পুরোপুরি ফিট। সহ অধিনায়ক হিসেবে ফিরবে। টি-২০ সিরিজে খেলবে।' ৯ ডিসেম্বর কটকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু। বুধবার রাতে তার দল ঘোষণা করা হবে। দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। 

ইডেনে প্রথম টেস্টে ঘাড়ে চোট পান গিল। হাসপাতালে ভর্তি হন। দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান। তিন ম্যাচের একদিনের সিরিজেও অংশ নিতে পারেননি। ড্রেসিংরুমে কোহলি এবং রোহিতের সঙ্গে গম্ভীরের ফাটল নিয়ে চর্চা চলছে। শোনা গিয়েছিল, বোর্ড কর্তারা দুই তারকা ক্রিকেটারের সঙ্গে বৈঠকে বসবে। কিন্তু সেই প্রসঙ্গ পুরোপুরি উড়িয়ে দেন বোর্ডের এক সূত্র। তিনি বলেন, 'সিরিজের মাঝ পথে কোনও বৈঠক হবে না। সিরিজ শেষ হওয়ার পর দেখা যাবে কী করা যায়।' চলতি মাসের শুরু থেকেই চোট সারিয়ে মাঠে ফেরার তোড়জোড় শুরু করে দেন শুভমন গিল। ১ ডিসেম্বর থেকে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব শুরু করেন ভারতের টেস্ট এবং একদিনের ক্রিকেটের অধিনায়ক। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার পূর্ব প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গিলের ১-২ ডিসেম্বরের মধ্যে বেঙ্গালুরুর সিওইতে রিহ্যাব শুরু করে দেওয়ার কথা ছিল। যা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরুর এক সপ্তাহ আগে। 

চন্ডিগড়ে পরিবারের সঙ্গে যোগ দেওয়ার আগে মুম্বইয়ে ফিজিওথেরাপি সেশন নেন গিল। সোমবার চন্ডিগড় থেকে বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে যোগ দেন। বোর্ডের এক সূত্র জানিয়েছিল, ভারত অধিনায়কের রিকভারি প্রক্রিয়া সঠিক দিকেই এগোচ্ছে। একাধিক বিমান যাত্রায় পরও কোনও সমস্যা হয়নি শুভমনের। মাঝের সময়টায় ক্রিকেট থেকে দূরে ছিলেন তরুণ তারকা। তবে বোর্ডের মেডিক্যাল দলের নজরদারিতে কয়েকদিনের মধ্যেই আবার ব্যাট হাতে তুলে নেবেন গিল।