আজকাল ওয়েবডেস্ক:‌ অধিনায়কত্ব উপভোগ করছেন শ্রেয়স আইয়ার। ২০২৪ সালে শ্রেয়সের নেতৃত্বে আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। ২০২৫ সালে শ্রেয়সের অধিনায়কত্বে রানার্স হয় পাঞ্জাব। শ্রেয়স মনে করছেন নেতৃত্বই তাঁর সেরাটা বের করে আনে।


আইপিএলে এবার ৬০৪ রান করেছেন শ্রেয়স। রয়েছে ছয়টি অর্ধশতরান। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুর্দান্ত খেলেছিলেন। কিন্তু টেস্ট সিরিজে ডাক পাননি। শ্রেয়স বলছেন, ‘‌নেতৃত্ব আমার মধ্যে পরিণতিবোধ ও দায়িত্ববোধ এনে দিয়েছে। দলের জন্য আপনি সেরাটা দেবেন এটাই প্রত্যাশিত। দল সমস্যায় পড়লে অধিনায়ককেই সবার আগে এগিয়ে আসতে হয়।’‌ শ্রেয়সের কথায়, ‘‌২২ বছর বয়স থেকে অধিনায়কত্ব করছি। ফলে অভিজ্ঞতা আমার রয়েছে। আমি মুহূর্তগুলোকে অনুভব করেছি। নেতৃত্ব দিতে ভালবাসি।’‌


শ্রেয়স এখন টি২০ মুম্বই লিগ খেলতে ব্যস্ত রয়েছেন। চাপের মুখেই সেরাটা তাঁর মধ্যে থেকে বেরিয়ে আসে বলে জানান শ্রেয়স। মিডল অর্ডার ব্যাটারের কথায়, ‘‌চাপের মধ্যেও ফোকাসড থাকার চেষ্টা করি। দর্শকদের চাপ থাকে। প্রতিপক্ষের চাপ থাকে। আর অধিনায়ক হলে চাপটা আরও বেশি। কিন্তু এই চাপই আমার সেরাটা বের করে আনে।’‌ 


মুম্বই টি২০ লিগে ছোটবেলার বন্ধুদের সঙ্গে খেলছি। এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য মুম্বই ক্রিকেট সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন শ্রেয়স।