আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার সর্বোচ্চ স্কোরার ছিলেন শ্রেয়স আইয়ার। সেই শ্রেয়স আইয়ারই জানালেন এক অজানা কথা।

বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রথম যেদিন অনুশীলন শুরু হয়, তিনি কেঁদে ফেলেছিলেন। শ্রেয়সের কথায়, ‘‌আমি শেষবার কেঁদেছি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম প্রাকটিস সেশনে। কারণ নেটে যেভাবে ব্যাট করতে চাইছিলাম, তা হচ্ছিল না। নিজের উপর এতটাই রেগে গিয়েছিলাম যে কেঁদে ফেলি। এই ঘটনায় অবশ্য নিজেই অবাক হয়েছিলাম। কারণ সচরাচর আমি কাঁদি না।’‌ শ্রেয়স আরও বলেছেন, ‘‌ইংল্যান্ড সিরিজে বেশ ভাল খেলেছিলাম। সেই ছন্দটাই ধরে রাখতে চেয়েছিলাম। কিন্তু উইকেটের চরিত্র ছিল আলাদা। তাই প্রথমদিন অনুশীলনে বেশ সমস্যা হচ্ছিল। তাই অনুশীলন শেষে আরও কিছুক্ষণ প্রাকটিস করেছিলাম ধাতস্থ হওয়ার জন্য।’‌


টুর্নামেন্টে ২৪৩ রান করেছিলেন শ্রেয়স। গ্রুপ পর্বে পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচে করেছিলেন অর্ধশতরান। আর ফাইনালে করেছিলেন গুরুত্বপূর্ণ ৪৮। 


আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স। টুর্নামেন্টে রানও পাচ্ছেন তিনি। দল তিন ম্যাচ খেলে জিতেছে দুটি। জয় এসেছে গুজরাট ও লখনউয়ের বিরুদ্ধে। হারতে হয়েছে রাজস্থানের কাছে। শ্রেয়সের কথায়, ‘‌টুর্নামেন্টটা ভালই শুরু করেছি আমরা। এটা খুব দরকার। শুরুটা ভাল হলে দলের আত্মবিশ্বাস বাড়ে। পরবর্তী ম্যাচে ভাল খেলতে সাহায্য করে। সঙ্গে শান্ত থাকাও দরকার।’‌