আজকাল ওয়েবডেস্ক: কেউ বলছেন, দ্বিতীয় বিনোদ কাম্বলি হতে যেও না। আবার কেউ বলছেন, দুর্দান্ত প্রতিভাবান। কিন্তু প্রতিভার সঙ্গে সঙ্গে শৃঙ্খলারও দরকার। 

যাঁকে নিয়ে এত কথা তিনি পৃথ্বী শ। এবার তাঁর রাজ্য দলের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার মুখ খুললেন পৃথ্বীকে নিয়ে। শ্রেয়স আইয়ার বলেন, ''ঈশ্বরদত্ত প্রতিভার অধিকারী। যে প্রতিভা রয়েছে, সেই রকম প্রতিভা অন্য কোনও মানুষের থাকতে পারে না বলেই মনে হয়। তবে ওর ওয়ার্ক এথিক্স ভাল করতে হবে।'' 

তবে পৃথ্বী শ-র উপরে বিরক্ত শ্রেয়স আইয়ার। তিনি বলেন, ''ওকে তো বাচ্চাদের মতো আগলাতে পারব না। যারা খেলছে তাদের জানা উচিত, কী করতে হবে। অতীতে পৃথ্বী অনেক ভাল ইনিংস খেলেছে। কঠিন পরিশ্রম করেছে। তবে সামনের দিকে তাকিয়ে পৃথ্বীকে নিজের লক্ষ্য স্থির করতে হবে। কী করতে চায়, তা ঠাণ্ডা মাথায় চিন্তা করতে হবে। উত্তর নিজেই খুঁজে পাবে।'' 

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। শ্রেয়স মনে করেন, পৃথ্বীর সীমা আকাশ। প্রত্যেকে নিজেদের মতো করে পৃথ্বী শ-কে পরামর্শ দিচ্ছে। বাকিটা এখন তাঁর উপরে।  দিল্লি ক্যাপিটালস তাঁকে রিটেন করেনি।  

আইপিএলের নিলামে অবিক্রিত থেকে গিয়েছেন। কোনও ফ্র্যাঞ্চাইজিই তাঁর প্রতি আগ্রহ দেখায়নি। পৃথ্বীকে নিয়ে চিন্তিত সবাই। এবার মুম্বই অধিনায়ক শ্রেয়স আইয়ারও জানিয়ে দিলেন, বাচ্চাদের মতো আগলে রাখা যাবে না পৃথ্বীকে।