আজকাল ওয়েবডেস্ক: জেতার জন্য শেষ বলে দরকার ৬ রান। চেতন শর্মার কোমর উচ্চতার ফুলটসকে গ্যালারিতে ফেলেছিলেন জাভেদ মিয়াঁদাদ। শেষ বলে ছক্কা হাঁকিয়ে শারজায় পাকিস্তানকে জয় এনে দিয়েছিলেন মিয়াঁদাদ। তার পরে অনেকেই শেষ বলে ছক্কা হাঁকিয়ে দেশকে জিতিয়েছেন। 

সেই তালিকায় এবার নবতম সংযোজন হলেন শিমরন হেটমায়ার। মেজর লিগ ক্রিকেটে হেটমায়ার ফিরিয়ে আনলেন মিয়াঁদাদের স্মৃতি। 

শেষ বলটা করার জন্য দৌড়চ্ছিলেন কাইরন পোলার্ড। মিডল স্টাম্প বরাবর বল করেন ক্যারিবিয়ান দৈত্য। হাঁটু মুড়ে সেই বল উড়িয়ে দেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান। 

ওই ছক্কার সুবাদে মুম্বই নিউইয়র্কের বিরুদ্ধে সিয়াটল অরকাস জিতেছে ৩ উইকেটে। মুম্বইয়ের ২৩৭ রান টপকে মেজর লিগ ক্রিকেটে রান তাড়া করার নতুন রেকর্ড গড়ে সিয়াটল। 

 

?ref_src=twsrc%5Etfw">June 28, 2025

টানা ১০ ম্যাচ হারের পর প্রথম জয় পেল সিয়াটল অরকাস। এটিই তাদের প্রথম জয়। হেটমায়ার জিতিয়েছেন দলকে। ৪০ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেন তিনি। 

শেষ ২ ওভারে ৩২ রান দরকার ছিল সিয়াটলের। ওই এক ডজন বলের মধ্যে হেটমায়ার খেলেন ৮টি বল। ছক্কা মারেন ৪টিতে। একাই তিনি দলকে জিতিয়ে দেন। 

ক্যারিবিয়ান সতীর্থ পোলার্ড শক্তি-দুর্বলতা সবই জানেন হেটমায়ারের। তিনিও রুখতে পারেননি।