আজকাল ওয়েবডেস্ক: বেশ কয়েকবছর হয়েছে বাইশ গজকে বিদায় জানিয়েছেন। কিন্তু এখনও চর্চায় শিখর ধাওয়ান। তিনি বরাবরই ভয়ডরহীন। মাঠের ভেতরেও যা, বাইরেও তাই। জীবন উপভোগ করতে ভালবাসেন। এবার নিজের অতীত নিয়ে একটি গল্প প্রকাশ্যে আনেন ধাওয়ান। ২০০৬ সালে নিজের ডেটিং জীবন নিয়ে একটি গুরুত্বপূর্ণ এবং গোপন তথ্য ফাঁস করলেন ভারতীয় ক্রিকেটের গব্বর। অস্ট্রেলিয়ায় ভারতীয় এ দলের হয়ে একটি সফরের কথা তুলে ধরেন। সেই সফরে ধাওয়ানের এক বান্ধবী হয়। তাঁকে নিজের হোটেল রুমে নিয়ে আসতেন। কিন্তু বাঁ হাতি তারকার রুমমেট কে ছিল জানেন? রোহিত শর্মা। সতীর্থের এই কাণ্ডে কি প্রতিক্রিয়া ছিল হিটম্যানের? এই মহিলার সঙ্গে তাঁর সম্পর্কের কথা গোটা দল জেনে যায়। এতদিন পর সেই গল্প প্রকাশ্যে আনেন প্রাক্তন ভারতীয় তারকা।
ধাওয়ান বলেন, 'ও খুব সুন্দরী ছিল। আমি ওর প্রেমে পড়ে যাই। আমি ভেবেছিলাম, ও আমার জন্য আদর্শ। ওকেই বিয়ে করব। প্র্যাকটিস ম্যাচে আমি অর্ধশতরান দিয়ে শুরু করি। সেই সফরে আমি রান পাচ্ছিলাম। প্রত্যেক ম্যাচের পর আমি ওর সঙ্গে দেখা করতে যেতাম। তার কয়েকদিনের মধ্যেই আমি ওকে হোটেলে নিয়ে আসা শুরু করি। আমার রুমমেট ছিল রোহিত শর্মা। ও প্রতিবার অভিযোগ করত। বলত, তুমি কি আমাকে ঘুমোতে দেবে? এক সন্ধেয় যখন আমি ওর সঙ্গে ডিনারে যাই, গোটা দলের মধ্যে খবর ছড়িয়ে পড়েছিল। একজন সিনিয়র নির্বাচক, যে দলের সঙ্গে সফরে ছিলেন, আমাদের লবিতে হাত ধরে হাঁটতে দেখে। আমার ওর হাত ছাড়ার কথা মনে হয়নি। কারণ আমরা কোনও অপরাধ করিনি। আমি ওই সফরে ভাল খেললে, সিনিয়র দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আমার পারফরম্যান্স পড়তে থাকে।' নিজের আত্মজীবনীতে গোটা ঘটনার উল্লেখ করেন প্রাক্তন তারকা। ভারতের হয়ে ৩৪টি টেস্ট, ১৬৭ একদিনের ম্যাচ এবং ৬৮ টি-২০ ম্যাচে অংশ নেন ধাওয়ান। তবে সবচেয়ে সফল একদিনের ক্রিকেটে। ৬৭৯৩ রান করেন। গড় ৪৪.১১। ১৭টি শতরান এবং ৩৯ অর্ধশতরান করেন। দেশকে অসংখ্য ম্যাচ জেতান। টেস্টে তাঁর গড় ৪০.৬১। রান ২৩১৫। সাতটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান করেন। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা ধাওয়ান। প্রায়ই বর্তমান বান্ধবীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন।
