আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের বরফ এখনও গলেনি। তার প্রভাব পড়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস লিগেও। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চান না ভারতের অনেকেই। তাই ভারত ও পাকিস্তানের মধ্যে প্রাথমিক পর্বের ম্যাচটি বাতিল করা হয়। তা নিয়ে বিতর্ক যখন ঘণীভূত হচ্ছে তখন ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান জানিয়ে দিলেন, আগামী দিনেও তিনি পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন না।
ভারত ও পাকিস্তানের মধ্যে এখন আর দ্বিপাক্ষিক সিরিজ হয় না। আইসিসি টুর্নামেন্টেই কেবল প্রতিবেশী দুই দেশ মুখোমুখি হয়। এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেছিল পাকিস্তান। কিন্তু সেই দেশে গিয়ে খেলেনি ভারত। নিরপেক্ষ ভেন্যুর বন্দোবস্ত করা হয়েছিল ভারতের জন্য। তা নিয়ে কম জলঘোলা হয়নি। এশিয়া কাপে ভারত খেলেছিল শ্রীলঙ্কার মাটিতে। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের মাটিতে না গিয়ে দুবাইয়ে খেলেছিল।
আরও পড়ুন: কখনও ড্রাইভার, কখনও বাজারে বসে কেটেছেন মাছ, সেই স্ট্রাইকার এখন গোল করে তাক লাগাচ্ছেন লিগে
এবার ৬টি দল নিয়ে লিজেন্ডস লিগের আয়োজন করা হয়েছে। ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে টুর্নামেন্ট। ভারতীয় দলের অনেক তারকাই এই ম্যাচ খেলতে চাননি। এঁদের মধ্যে রয়েছেন যুবরাজ সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, হরভজন সিং, ইরফান পাঠান-সহ আরও অনেকে। তাঁরা খেলতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত কর্তৃপক্ষই বাতিল করে দিয়েছে ম্যাচটি।
Shikhar Dhawan angry reply on If Pakistan reaches the semi-final against you… will you still play, or ask for a day off? ???????????????????? #WCL25 pic.twitter.com/d96yRQpsp2
— Ahtasham Riaz (@ahtashamriaz22)Tweet by @ahtashamriaz22
পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে গুলি বৃষ্টি হয়। জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন এর পিছনে রয়েছে। পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। 'অপারেশন সিঁদুর' চালিয়ে পাকিস্তানকে সবক শেখায় ভারত। এই ঘটনার জের খেলার মাঠেও পড়েছে।
পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না চাওয়ার কথা বিবৃতি দিয়ে জানিয়ে দেন শিখর ধাওয়ান। কারণ হিসেবে তিনি তুলে ধরেন, দুই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও উত্তেজনার কথা। ধাওয়ানের টুইট, ''আমার কাছে আমার দেশই সবার আগে। দেশের উপরে কোনও কিছুই হয় না। জয় হিন্দ।''
এক সাংবাদিক ধাওয়ানকে প্রশ্ন করেছিলেন, দুই দেশ যদি লিজেন্ডস লিগের সেমিফাইনালে পৌঁচয় তাহলে কি তিনি খেলবেন? সাংবাদিকের প্রশ্নে খুশি হননি ধাওয়ান। তিনি বলেন, ''ভাই, এই মুহূর্তে আপনি ভুল জায়গায় প্রশ্নটা করেছেন। আপনি প্রশ্ন করে কী ভাবলেন যে আমি উত্তর দেব? এটা জিজ্ঞাসা করা উচিত হয়নি। আমি আগে যখন খেলেনি তাহলে পরেও খেলব না।'' রাগত ধাওয়ানের উত্তর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
লিজেন্ডস লিগে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সবার শেষে ভারত। দুটো ম্যাচে হার মেনেছে ভারত। পাকিস্তান এই মুহূর্তে সবার উপরে। এখনও পর্যন্ত তারা অপরাজিত। সেমিফাইনালে পৌঁছতে হলে ভারতকে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে।
