আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ায় টি–টোয়েন্টি সিরিজের আগে চোট পেয়ে গেলেন শিবম দুবে। যার ফলে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে পারছেন না তিনি।
জানা গেছে, রঞ্জির ম্যাচ খেলতে মুম্বই দলের সঙ্গে শ্রীনগর গিয়েছিলেন শিবম দুবে। জম্মু–কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচের আগের দিন পিঠের পেশি শক্ত হয়ে গিয়েছে তাঁর। শ্রীনগরের ঠান্ডার জন্যই সমস্যা হয়েছে তাঁর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে রয়েছেন শিবম। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘শিবম দুবে দলের সঙ্গে শ্রীনগর গিয়েছিল রঞ্জি ট্রফির ম্যাচ খেলার জন্য। সেখানকার ঠান্ডায় ওর পিঠ শক্ত হয়ে গিয়েছে। দলের চিকিৎসক তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। মঙ্গলবারই শিবম মুম্বই ফিরে এসেছে।’
তবে এই সমস্যার জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শিবমের খেলতে সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। টি–টোয়েন্টি দলের যে ক্রিকেটাররা এক দিনের দলে নেই, তাঁরা অস্ট্রেলিয়ায় যাবেন ২৩ অক্টোবর। টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৯ অক্টোবর থেকে। সম্ভবত তার আগেই ম্যাচ ফিট হয়ে যাবেন মুম্বইয়ের অলরাউন্ডার।
এদিকে, শুভমানের নেতৃত্বে এক দিনের দল বুধবার অস্ট্রেলিয়াগামী বিমানে উঠেছে। মুম্বইয়ে হোটেল থেকে বিমানবন্দর পর্যন্ত ক্রিকেটারদের যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই সিরিজেই প্রথম এক দিনের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রোহিতকে। নেতৃত্ব বদলের কোনও প্রভাব দেখা যায়নি এদিন। বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওয় দেখা গিয়েছে, হোটেলের লবিতে দাঁড়িয়ে ফোনে ব্যস্ত ছিলেন রোহিত। পিছন থেকে এসে শুভমান তাঁর পিঠে হাত দেন। ঘুরে নতুন অধিনায়ককে দেখেই রোহিত তাঁকে জড়িয়ে ধরেন। শুভেচ্ছাও জানান। রোহিতকে বলতে শোনা গিয়েছে, ‘আরে হিরো, কী খবর।’ দু’জনের মুখেই হাসি ছিল। সব কিছু স্বাভাবিক বলেই মনে হয়েছে। রোহিতের আগে টিম বাসে উঠে বসেছিলেন বিরাট কোহলি। বাসে ওঠার সময় তাঁকে দেখে রসিকতা করে মাথা ঝুঁকিয়ে নমস্কার করেন রোহিত। শুভমান বাসে উঠে প্রথমে কোহলির সঙ্গে সৌজন্য বিনিময় করেন। পাশের আসনেই ছিলেন দলের সহ–অধিনায়ক শ্রেয়স আয়ার। তাঁর সঙ্গেও হাত মেলান নতুন অধিনায়ক। ভারতীয় দলের ক্রিকেটারদের বেশ হাসিখুশি দেখিয়েছে।
এদিকে, ভারতের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচের দলে দু’টি পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া। চোটের জন্য জশ ইংলিস এবং পারিবারিক কারণে অ্যাডাম জাম্পা খেলতে পারবেন না। তাঁদের পরিবর্ত হিসাবে দলে এসেছেন উইকেটরক্ষক জশ ফিলিপ এবং বাঁহাতি স্পিনার ম্যাট কুহেম্যান।
