আজকাল ওয়েবডেস্ক: ১১ বছর পরে আইপিএলের ফাইনালে পৌঁছেও খেতাব জিততে পারেনি পাঞ্জাব কিংস। 

শশাঙ্ক সিং প্রায় জিতিয়ে দিয়েছিলেন পাঞ্জাবকে। কিন্তু ঠোঁট আর পেয়ালার মধ্যে যে দূরত্ব থাকে, সেই দূরত্ব থেকেই গেল। 

ম্যাচের শেষ ওভার বল করতে এসেছিলেন আরসিবির তারকা পেসার জশ হ্যাজলউড। অজি তারকার ওভারে ২২ রান নেন শশাঙ্ক। কিন্তু ম্যাচ জেতাতে পারেননি তিনি। হ্যাজলউডের ফুলটস গ্যালারিতে ফেলতে পারেননি শশাঙ্ক। পাঞ্জাব কিংসের ব্যর্থ নায়ক শশাঙ্ক সিং জানান, হ্যাজলউডের কাছ থেকে ফুলটস আশাই করেননি তিনি। শশাঙ্ক বলেন, ''আমি মানসিক দিক শক্তিশালী। পঞ্চম বলে ছক্কা হাঁকানোর পরে স্কোরবোর্ডে দেখি শেষ বলে ১২ রান দরকার। তখন মনে হয়েছিল আর সম্ভব হবে না। ড্রেসিং রুমে ফেরার পরে সবাই আমাকে জিজ্ঞাসা করে তুমি কাঁদছ কেন? আমি জবাব দিয়েছিলাম, নিজের থেকেই চোখ থেকে জল নেমে এসেছে।''

অনেকেই শশাঙ্ককে বলেছেন, ভাই, যদি ওই ফুলটস বলটা মেরে দিতে। শশাঙ্ক সেই প্রসঙ্গে বলছেন, ''আমার ব্যাটিংয়ের প্রশংসা করা হয়েছে। আমাকে অনেকেই বলেছে ওই ফুলটস বলটা যদি মেরে দিতে। আমার খুব খারাপ লেগেছিল। আমার থাইয়ের উচ্চতায় বল ছিল। স্কোয়ার লেগ এগিয়েছিল। আমি মারতে চেয়েছিলাম। কিন্তু ব্যাটে বলে লাগল না। হোটেল থেকে বিমানবন্দর সেখান থেকে বাড়ি, সবাই ওই ফুলটস নিয়েই বলে যাচ্ছিল।''