আজকাল ওয়েবডেস্ক: শচীন-পুত্র অর্জুন তেণ্ডুলকর মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে যাবেন লখনউ সুপার জায়ান্টসে। অন্যদিকে শার্দূল ঠাকুর তাঁর ঠিকানা বদলাচ্ছেন। লখনউ থেকে তিনি যাচ্ছেন মুম্বইয়ে। তাঁর দাম ২ কোটি টাকা।
২০২৫ মরশুমের নিলামে শার্দূল ঠাকুর অবিক্রিত থেকে যান। মহসিন খানের চোট থাকায় তাঁর পরিবর্ত হিসেবে শার্দূল ঠাকুরকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। শুরুটা ভালই করেছিলেন শার্দূল। প্রথম দুটো ম্যাচে ৬টি উইকেট নেন তিনি। তার মধ্যে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নেন চারটি উইকেট। শুরুতে ভাল পারফরম্যান্স থাকলেও সময় যত এগোতে থাকে, তাঁর পারফরম্যান্সও পড়তে থাকে। দশটি ইনিংসে ১৩টি উইকেট নেন শার্দূল। আইপিএল কেরিয়ারে ১০৫টি ম্যাচ খেলেছেন শার্দূল ঠাকুর। এখনও পর্যন্ত ১০৭টি উইকেট নেন তিনি। ব্যাটে ৩২৫ রান করেন। চেন্নাই সুপার কিংসে থাকার সময়ে ২০১৮ ও ২০২১ সালে আইপিএল চ্যাম্পিয়ন হন তিনি।
লখনউ থেকে শার্দূল ঠাকুর যাচ্ছেন মুম্বই। অন্যদিকে শচীন-পুত্র অর্জুন যাচ্ছেন লখনউয়ে। সোয়াপ ডিলের মাধ্যমে তিনি যাবেন এলএসজি-তে।
এদিকে, রাজস্থান রয়্যালস থেকে চেন্নাই সুপার কিংসে যাচ্ছেন সঞ্জু স্যামসন। সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে চেন্নাই।
মঙ্গলবার সঞ্জুর জন্মদিন ছিল। তাঁকে শুভেচ্ছা জানায় চেন্নাই। সোশ্যাল মিডিয়ায় সঞ্জুর একটি ছবি দিয়ে তারা লিখেছে, ''সঞ্জু তোমার উন্নতি কামনা করি। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।''
উল্লেখ্য, চেন্নাই সঞ্জুর যে ছবি দিয়েছে সেখানে ভারতীয় দলের জার্সিতে দেখা যাচ্ছে তাঁকে। রাজস্থান রয়্যালসের জার্সিতে নয়। চেন্নাই হয়তো ইঙ্গিত দিতে চেয়েছে যে, আর রাজস্থানের জার্সিতে দেখা যাবে না সঞ্জুকে।
পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। সাধারণত, আইপিএলের এক দল অন্য দলের ক্রিকেটারের জন্মদিনে শুভেচ্ছা জানায় না। এক্ষেত্রে কেন রাজস্থানের সঞ্জুকে শুভেচ্ছা জানাল চেন্নাই? তারা হয়তো বুঝিয়ে দিল, আগামী আইপিএলে হলুদ জার্সি পরে খেলতে দেখা যাবে উইকেটরক্ষক–ব্যাটারকে।
সঞ্জুকে ছাড়ার বিষয়ে চেন্নাই ও রাজস্থানের মধ্যে কথা অনেকটা এগিয়ে গিয়েছে। সঞ্জুর বদলে চেন্নাইয়ের কাছ থেকে রবীন্দ্র জাদেজা ও স্যাম কারেনকে চেয়েছে রাজস্থান। তাতে রাজি চেন্নাই। তবে জাদেজার সম্মতির পরেই তাঁকে ছাড়া হবে বলে জানিয়েছে চেন্নাই।
তবে এই এই জল্পনার মাঝেই রাজস্থানের নতুন বায়নার কথা শোনা গিয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কারেনের বদলে অন্য এক বিদেশিকে ছাড়ার দাবি করেছে রাজস্থান। তাদের নতুন দাবি, জাদেজার সঙ্গে শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে ছাড়তে হবে। যা খবর, তাতে রাজস্থানের এই দাবি মানবে না চেন্নাই। জাদেজা ও কারেনকে ছাড়তে রাজি হলেও পাথিরানাকে কোনওভাবেই ছাড়তে রাজি নন মহেন্দ্র সিং ধোনিরা। এই বিষয়ে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে আলোচনা করেছেন ধোনি। অন্য কোনও বিকল্প বার করা যায় কি না ভেবে দেখছেন তাঁরা।
জাদেজা তাঁর আইপিএল কেরিয়ারে সবচেয়ে বেশিদিন খেলেছেন চেন্নাইয়ে। তবে তাঁর শুরুটা হয়েছিল রাজস্থানে। প্রথম বছর রাজস্থানের হয়েই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। অন্যদিকে রাজস্থানের হয়ে ১১ বছর খেলেছেন সঞ্জু। অধিনায়কত্বও করেছেন। তবে গত মরসুমের পরেই সঞ্জু জানিয়েছিলেন, এবার দল বদলাতে চাইছেন তিনি। তার পর থেকেই তাঁকে নিয়ে জল্পনা চলছে।
