আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ধরাশয়ী হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। পরের টেস্ট আগামী শনিবার থেকে ব্রিসবেন গাব্বায়। গাব্বার উইকেট সাধারণত আরও দ্রুতগতির। সেক্ষেত্রে ভারতীয় পেস ব্যাটারিকে পূর্ণ শক্তি নিয়ে নামতে হবে আগামী শনিবার। এদিন ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে পেস অ্যাটাকের প্রসঙ্গ উঠতেই মহম্মদ শামির কথআ রোহিতের কাছে জানতে চাইলেন এক সাংবাদিক।

 

 

ভারতীয় অধিনায়ক সাফ জানালোন, শামির জন্য দলের দরজা সবসময় খোলা। তবে কি তৃতীয় টেস্টে দেখা যাবে শামিকে? সদ্য বাংলার হয়ে রঞ্জি খেলে চার উইকেট নিয়েছেন শামি। ভাল পারফর্ম করেছেন মুস্তাক আলিতেও। তাঁর বোলিংয়ে ভরসা করে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলা। দুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছে শামি ভারতীয় দলে ফেরা জন্য ফিট। তাঁকে এবার উড়িয়ে আনা হবে অস্ট্রেলিয়ায়। রোহিত এদিন জানালেন, ‘শামির জন্য দলের দরজা সবসময় খোলা। আমরা ওর দিকে প্রতিনিয়ত নজর রাখছি। সৈয়দ মুস্তাক আলি খেলার সময় ওর হাঁটু ফুলে গিয়েছিল।

 

 

শামির ক্ষেত্রে আমরা কোনও তাড়াহুড়ো করতে চাই না। অস্ট্রেলিয়া উড়িয়ে আনা হল, তারপর এখানে এসে চোটের কবলে পড়তে পারে। ফোলা বাড়তে পারে। কারণ, এখানে টেস্টে লম্বা স্পেলে বল করতে হয়। ফিটনেস টিম ওর দিকে নজর রাখছেন। ওদের ফিট সার্টিফিকেটের পরেই দল সিদ্ধান্ত নেবে’। প্রথম দুই টেস্টে বুমরা, সিরাজের পাশাপাশি তৃতীয় পেসার হিসেবে খেলেছেন হর্ষিত রানা। তাঁর জায়গায় শামি এলে ভারতের শক্তি যে অবশ্যই বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু আদৌ সেটা হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।