আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের গণ্ডি অতিক্রম করেছেন রোহিত শর্মা।
শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়ের ক্লাবের সদস্য হয়েছেন।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটিও রোহিতের নামে।
পাকিস্তানের প্রাক্তন তারকা শাহিদ আফ্রিদির দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দেন হিটম্যান।
হিটম্যানকে নিয়ে খুশি আফ্রিদি। কিন্তু জাতীয় দলের হেডস্যর গৌতম গম্ভীরের কাজের সমালোচনা করেছেন বুম বুম আফ্রিদি।
ওয়ানডে ফরম্যাটে সবথেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড আগে আফ্রিদির ছিল।
৩৯৮টি ম্যাচে ৩৫১টি ছক্কা মেরেছিলেন পাক ব্যাটার। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে রোহিত সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছেন।
আফ্রিদি বলেছেন, ''রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। আমি খুশি যে আমার প্রিয় একজন ক্রিকেটার এই রেকর্ড ভেঙেছে।''
আইপিএলে ডেকান চার্জার্সের হয়ে খেলার সময়ে রোহিতকে খুব কাছ থেকে দেখেছেন আফ্রিদি। রোহিতের ব্যাটিং দেখে
বুম বুম আফ্রিদি মুগ্ধ হন । তিনি বলেন, ''আমি তখনই জানতাম রোহিত একদিন ভারতের হয়ে খেলবে। ও নিজেকে সেরা ব্যাটারের মধ্যে প্রমাণ করেছে।''
তবে গৌতম গম্ভীরের দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন না। গম্ভীরের কোচিংয়ে রোহিত-কোহলি টেস্ট থেকে অবসর নেন। দুই তারকার কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠেছিল।
আফ্রিদি বলেন, ''দক্ষিণ আফ্রিকা সিরিজে দু'জন দুর্দান্ত পারফরম্যান্স করেন। গম্ভীর মনে করে সবসময়ে ও ঠিক। রোহিত ও বিরাট এখনও ভারতীয় দলের মেরুদণ্ড। দুই তারকা ক্রিকেটারকে দক্ষভাবে ব্যবহার করা উচিত।''
