আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানে এয়ার স্ট্রাইক চালিয়েছে পাকিস্তান। তাতে তিন জন আফগান ক্রিকেটার নিহত হয়েছেন। এই ঘটনায় গোটা বিশ্ব শোকে জর্জরিত। ঘটনার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ বাতিল করেছে আফগান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। এবার পাকিস্তানের ‘মান’ বাঁচাতে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। ‘বর্বরোচিত আক্রমণ’–এর সাফাই হিসেবে তিনি ‘মুসলিম রাষ্ট্রের’ কথা বলছেন। এমনকী তাঁর বক্তব্য, আফগানিস্তানকে নাকি গত ৫০–৬০ বছর ধরে দেখভাল করছে পাকিস্তান।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমকে আফ্রিদি বলেছেন, ‘আমি ভাবতেই পারিনি ঘটনা এদিকে গড়াবে। গত ৫০–৬০ বছর ধরে আমরা ওদের দেখভাল করছি। আমি ব্যক্তিগত ভাবে করাচিতে ৩৫০টি আফগান পরিবারের দেখভাল করি। আমার মতে দুটি প্রতিবেশী দেশের মধ্যে সমঝোতা থাকা উচিত। যেহেতু দুটি দেশই মুসলিম রাষ্ট্র, তাই সেটা আরও দরকার। আফগানিস্তানের জনগণের কাছে এটাই আমার সর্বদা বার্তা থাকবে।’
প্রাক্তন ক্রিকেটার আবার আফগান নেতাদের বার্তা পাঠিয়েছেন, দুই দেশের সম্পর্কে যেন বাইরের শক্তি হস্তক্ষেপ না করে। আফ্রিদির বক্তব্য, ‘ভেবে খারাপ লাগছে যে, একসঙ্গে বসে আলোচনার বদলে আপনারা তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন, যারা পাকিস্তানের ভিতরে সন্ত্রাসবাদ চালাচ্ছে। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, জায়গা দিয়েছি, আপনার এখানে রোজগার করে। সেসব ভুলে আপনারা তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন।’
এটা ঘটনা, সম্প্রতি তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতে এসে এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। তাঁদের হাত মেলানোর ছবিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পাকিস্তানের ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে দুই দেশ একজোট, সেই বার্তা কার্যত স্পষ্ট। তার পরপরই আফগানিস্তানে আক্রমণ চালায় পাকিস্তান। আবার এই আফ্রিদিই পহেলগাঁও জঙ্গিহানার পাল্টায় ভারতের অপারেশন সিঁদুরের সময় একের পর এক পোস্ট করেছিলেন।
