আজকাল ওয়েবডেস্ক: মুলতানে লজ্জার হার। প্রথম ইনিংসে ৫০০–র উপর রান করেও ইংল্যান্ডের কাছে ইনিংসে হেরেছে পাকিস্তান। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। যা রীতিমতো লজ্জার। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এল পাক দলের আরও একটি বড় সমস্যা।
বাবর আজম। ২০২২ সালের পর টেস্টে শতরান নেই। মুলতানে পাকিস্তান–ইংল্যান্ড ম্যাচে যখন শান মাসুদেরা শতরান করছেন, বাবর তখন দুই ইনিংস মিলিয়ে করেছেন ৩৫ রান। যে পিচকে ব্যাটারদের স্বর্গ বলা হচ্ছে, সেখানে অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হন তিনি। সেই ম্যাচেই শাহিনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে শাহিন, ‘জিম্বু, জিম্বু’ বলে কাউকে ডাকছেন। যদিও শাহিন কী বলছেন তা শোনা যাচ্ছে না, কারণ ওই ভিডিওটিতে কোনও শব্দ নেই। কিন্তু শাহিন এবং বাবরের সম্পর্ক খুব ভাল নয়। তাই অনেকেই মনে করছেন পাকিস্তানের পেসার হয়তো ব্যঙ্গই করছেন বাবরকে।
এটা ঘটনা সমালোচকেরা বাবরকে ‘জিম্বু’ বলে ডাকেন এখন। কারণ বাবর শুধু জিম্বাবোয়ের মতো সহজ দলের বিরুদ্ধে রান করেন। তাই অনেকে তাঁকে ব্যঙ্গ করেন। তাই অনেকেই বলছেন, এবার শাহিনও ব্যঙ্গ করলেন বাবরকে।
আবারও এটাও ঘটনা, ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বাবর। তখন টি২০ ক্রিকেটে অধিনায়ক করা হয় শাহিনকে। কিন্তু টি২০ বিশ্বকাপের আগে শাহিনকে সরিয়ে আবার অধিনায়ক করা হয় বাবরকে। যা তাঁদের দু’জনের মধ্যে সমস্যা তৈরি করে বলে শোনা যায়।
