আজকাল ওয়েবডেস্ক: পুরুষদের সঙ্গে ক্রিকেট খেলে অভ্যস্থ ছিলেন শেফালি ভার্মা। মহিলাদের ক্রিকেট তিনি দেখেননি। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওপেন করতে নেমে শেফালি ঝড় তুলে দিয়েছিলেন। বিশ্বজয়ের পরে শেফালির বক্তব্য কিন্তু রীতমতো আলোড়ন তৈরি করতে পারে। শেফালি ভার্মা রোহতকের ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতেন। সেখানে ছিল না কোনও অ্যাকাডেমি। ক্রিকেট শুরু করার পরে তিনি মহিলাদের ক্রিকেট আর দেখেননি। পুরুষদের ক্রিকেট দেখতেন। মহিলাদের বিশ্বজয় এবার তাঁদের জন্য দরজা খুলে দেবে বলে মনে করেন শেফালি। 

তিনি বলছেন, ''আমি ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতাম। মহিলাদের জন্য কোনও অ্যাকাডেমি ছিল না। আমরা এখন বিশ্বজয় করেছি। বিশ্বচ্যাম্পিয়ন আমরা। মহিলাদের ক্রিকেটের জয়জয়কার। আমার মনে হয় বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে আমাদের রাজ্যে মহিলাদের ক্রিকেট চালু হবে। মহিলারাই আদর্শ হয়ে উঠবে।'' 

ফাইনালে ওপেন করাই হত না শেফালির। প্রতীকা রাওয়াল চোটের কারণে ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর শেফালি ভার্মার সামনে দরজা খুলে যায়। তিনি বলছেন,''আমি ক্রিকেট শুরুর পরে মহিলাদের ক্রিকেট দেখতাম না। ছেলেদের ক্রিকেট বেশি করে দেখতাম। এখন কিন্তু সবাই মহিলাদের প্রিমিয়ার লিগ দেখে। '' 

বাবার সঙ্গে তাঁর কথোপকথন প্রকাশ্যে আনেন শেফালি ভার্মা। তিনি আরও বলেন, ''আমার ভাই অত্যন্ত খুশি হয়েছেন। আমার বাবা প্রথমবার ফোনে বলেন, ইয়েস, তোমরা চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন।''