আজকাল ওয়েবডেস্ক: বিদেশের মাটিতে আরও একবার জ্বলে উঠলেন সরফরাজ খান। অস্ট্রেলিয়া সফরে সুযোগ পাননি। ইংল্যান্ড সিরিজ থেকেও বাদ পড়েন। এবার সমালোচকদের যোগ্য জবাব দিলেন সরফরাজ। ক্যান্টারবারির স্টেন্ট লরেন্স গ্রাউন্ডে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে আনঅফিসিয়াল টেস্টে ভারতীয় এ দলের হয়ে ১১৯ বলে ৯২ রান করেন। ইনিংসে ছিল ১৩টি চার। ২০২৪ ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নজর কাড়েন সরফরাজ। দুটো অর্ধশতরান করেন। বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫০ রান করেন। কিন্তু তারপরই পারফরম্যান্স গ্রাফ পড়ে যায়। পরের চার ইনিংসে মাত্র ২১ রান করেন। যার ফলে প্রথম একাদশ থেকে বাদ পড়েন। বর্ডার-গাভাসকর ট্রফিতে সুযোগ পাননি। 

ঘরোয়া ক্রিকেটে সাফল্য পেলেও আসন্ন ইংল্যান্ড সফরের দলে নেই সরফরাজ। তাঁর বদলে সাই সুদর্শন এবং করুণ নায়ারকে নেওয়া হয়। তাতে অনেকেই অবাক হয়ে যায়। এই প্রসঙ্গে অজিত আগরকর বলেন, 'কখনও ভাল সিদ্ধান্ত নিতে হয়। সরফরাজ প্রথম টেস্টে ১০০ করেছিল, কিন্তু তারপর রান পায়নি। কখনও এই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট নেয়।' সরফরাজের বদলে করুণ নায়ারকে নেওয়া প্রসঙ্গে আগরকর বলেছিলেন, 'বর্তমানে ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছে। টেস্ট ক্রিকেটও খেলেছে। কাউন্টিও খেলেছে। বিরাট না থাকায় অভিজ্ঞতায় খামতি থাকছে। আমাদের মনে হয়েছে, ওর অভিজ্ঞতা কাজে লাগতে পারে। আমরা ৫০জন প্লেয়ারকে বাছতে পারব না। ১৮জন প্লেয়ারকে বাছতে হলে কেউ না কেউ বাদ যাবেই।' ২০ জুন থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।