আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার হয়ে তিনি খেলতে পারেননি। শাকিবদের বিরুদ্ধে সিরিজের মাঝপথেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘরোয়া ক্রিকেটে নামার জন্যই ছাড়া হয়েছিল তাঁকে। সেই তিনিই ইরানি কাপে গড়লেন ইতিহাস। জাতীয় দলের হয়ে খেলতে না পারার যন্ত্রণা ভুললেন ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে। মুম্বইয়ের প্রথম ক্রিকেটার হিসেবে ইরানি কাপে দ্বিশতরান করার নজির গড়েন তিনি।
এত পর্যন্ত পড়ার পরে অনেকেই মনে করতে পারেন কার কথা বলা হচ্ছে। তিনি সরফরাজ খান। বাংলাদেশের বিরুদ্ধে দু' ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াডে রাখা হয়েছিল সরফরাজকে।
কানপুরে আড়াই দিনে ভারত হারায় বাংলাদেশকে। সেই সময়ে সরফরাজ মুম্বইয়ের হয়ে নেমে পড়েন অবশিষ্ট ভারতের বিরুদ্ধে। প্রথম দিন তিনি ৫৪ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে ডাবল সেঞ্চুরি করে নজির গড়েন সরফরাজ। মুম্বইয়ের প্রথম ক্রিকেটার হিসেবে ইরানি কাপে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। একাদশ খেলোয়াড় হিসেবে তিনি এই রেকর্ড গড়েন।
২৫৩ বলে ২২১ রানে অপরাজিত রয়েছেন সরফরাজ খান। সরফরাজের ২২১ রানের ইনিংসে রয়েছে ২৫টি চার ও ৪টি ছয়। মুম্বই করেছে বড় রান। দিনের শেষে মুম্বইয়ের রান ৯ উইকেট ৫৩৬।
