আজকাল ওয়েবডেস্ক: লর্ডস টেস্টে হারের পিছনে দায়ী কে? ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর কাঠগড়ায় দাঁড় করালেন রবীন্দ্র জাদেজাকে২০১৯ বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার সময়ে রবীন্দ্র জাদেজার তীব্র সমালোচনা করেছিলেন মঞ্জরেকরলর্ডস টেস্টে ভারতের হারের পরে মঞ্জরেকরের নিশানায় সেই জাদেজা

জাদেজার সঙ্গে জুটি বাঁধেন দুই টেল এন্ডার--জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজতাঁরা মরিয়া হয়ে লড়েন। কিন্তু জাদেজার কাছ থেকে আরও আগ্রাসী ব্যাটিং প্রত্যাশা করেছিলেন অনেকে। জাদেজা প্রত্যাশা পূরণে ব্যর্থ। 

মঞ্জরেকর বলছেন, ''দেওয়াললিখন স্পষ্ট, ভারত ম্যাচটা হারবে। এই হারের কারণ হতে পারে রবীন্দ্র জাদেজাদীর্ঘক্ষণ ধরে ও রক্ষণাত্মক নীতি অবলম্বন করে। জাদেজার খেলা দেখে মনে হচ্ছে না ও ঝুঁকি নিতে চায় বা ভারতকে জয় এনে দিতে চায়ওয়েটিং গেম খেলছে জাদেজাজাদেজাবুমরাহর পার্টনারশিপে স্টার একজনই-- সে হল বুমরাহ। ১ ঘণ্টা ৪০ মিনিটের কাছাকাছি ব্যাটিং করেছে বুমরাহ। বিশেষ করে সেই সব বোলারদের বিরুদ্ধে, যারা বাউন্সার দিচ্ছিল। বুমরাহ বোলিংয়ে সেরা সবাই জানে কিন্তু মানসিক দিক থেকেও ও যে সমান শক্তিশালী, তা প্রমাণিত'' 

?ref_src=twsrc%5Etfw">July 16, 2025

আরও পড়ুন: 'ও কি শচীন-কোহলির মতো নাকি...', ১৪ বছরের বৈভবকে নিয়ে তোলপাড় ইংল্যান্ড

মঞ্জরেকরের মতোই বক্তব্য় রেখেছেন প্রাক্তন ক্রিকেটার সুরিন্দর খান্না। তিনি মনে করেন জাদেজার আগ্রাসী মনোভাব দেখানো উচিত ছিল। তিনি বলেন,জাদেজার এই ইনিংস কেউ মনে রাখবেন না। কারণ নায়কদের কথাই সবাই মনে রাখেন। 

সুরিন্দর খান্না বলেন, ''আমাদের এমন কোনও ব্যাটার নেই যে টেলএন্ডারদের সঙ্গে ব্যাট করতে পারে। ও যখন সেট হয়ে গিয়েছিল, তখন আরও রান করতেই পারত। বল যখন নরম হয়ে গিয়ছিল, তখন বুমরাহ, সিরাজ রান করতে পারছিল না। এই সময়ে জাদেজা ম্যাচ জিতিয়ে নায়ক বনে যেতে পারত। মানুষ কিন্তু ভুলে যাবে জাদেজার এই ইনিংস।'' 

Ravindra Jadeja kept England waiting with another solid knock, England vs India, 3rd Test, Lord's, fifth day, July 14, 2025

লর্ডস টেস্ট এক ইনিংসে ফয়সলা হয়েছেপ্রথম ইনিংসে দুটি দলই ৩৮৭ রান করেদ্বিতীয় ইনিংস পার্থক্য গড়ে দিলসুরিন্দর খান্না বলেন, ''এই স্কোর জটিলযখন স্কোর বেশি হয়, তখন খেলোয়াড়রা সতর্ক থাকেইংল্যান্ডকে কৃতিত্ব দেওয়া উচিতওরা আর্চারকে এনে নিজেদের পরিকল্পনা সফল করেউভয় পক্ষের কাছ থেকে নেওয়ার মতো খুব কমই জিনিস ছিল।''

লর্ডসে জাদেজা নিজের সেরাটা দিয়েছিলেনব্যবধানও কমিয়ে আনেনকিন্তু দিনটা যে তাঁর ছিল নাশোয়েব বশিরের বলটা খেলার পরে সিরাজের বেল ফেলে দিলহতাশায় মূহ্যমান হয়ে পড়েন সিরাজইংল্যান্ডের ক্রিকেটাররা এসে সান্ত্বনা দেন সিরাজকে। 

জাদেজার উপরে কোনও সময়তেই সন্তুষ্ট নন মঞ্জরেকরবিশ্বকাপের সময়ে ভারতের তারকা অলরাউন্ডারকে নিয়ে আলটপকা মন্তব্য করায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল মঞ্জরেকরকেলর্ডসে ভারতের হৃদয়বিদারক হারের পরে সেই মঞ্জরেকর কিন্তু দায়ী করলেন রবীন্দ্র জাদেজাকেই। ২৩ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্ট। ভারত সিরিজে পিছিয়ে ২-১। চতুর্থ টেস্টে ঘুরে দাঁড়াতেই হবে ভারতকে। 

আরও পড়ুন: ক্রিকেটে নতুন নিয়মের ভাবনা আইসিসি’‌র, বড় বদল আসতে চলেছে