আজকাল ওয়েবডেস্ক: লর্ডস টেস্টে হারের পিছনে দায়ী কে? ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর কাঠগড়ায় দাঁড় করালেন রবীন্দ্র জাদেজাকে। ২০১৯ বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার সময়ে রবীন্দ্র জাদেজার তীব্র সমালোচনা করেছিলেন মঞ্জরেকর। লর্ডস টেস্টে ভারতের হারের পরে মঞ্জরেকরের নিশানায় সেই জাদেজা।
জাদেজার সঙ্গে জুটি বাঁধেন দুই টেল এন্ডার--জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। তাঁরা মরিয়া হয়ে লড়েন। কিন্তু জাদেজার কাছ থেকে আরও আগ্রাসী ব্যাটিং প্রত্যাশা করেছিলেন অনেকে। জাদেজা প্রত্যাশা পূরণে ব্যর্থ।
মঞ্জরেকর বলছেন, ''দেওয়াললিখন স্পষ্ট, ভারত ম্যাচটা হারবে। এই হারের কারণ হতে পারে রবীন্দ্র জাদেজা। দীর্ঘক্ষণ ধরে ও রক্ষণাত্মক নীতি অবলম্বন করে। জাদেজার খেলা দেখে মনে হচ্ছে না ও ঝুঁকি নিতে চায় বা ভারতকে জয় এনে দিতে চায়। ওয়েটিং গেম খেলছে জাদেজা। জাদেজা ও বুমরাহর পার্টনারশিপে স্টার একজনই-- সে হল বুমরাহ। ১ ঘণ্টা ৪০ মিনিটের কাছাকাছি ব্যাটিং করেছে বুমরাহ। বিশেষ করে সেই সব বোলারদের বিরুদ্ধে, যারা বাউন্সার দিচ্ছিল। বুমরাহ বোলিংয়ে সেরা সবাই জানে কিন্তু মানসিক দিক থেকেও ও যে সমান শক্তিশালী, তা প্রমাণিত।''
Tail-End Triumph ????
— Star Sports (@StarSportsIndia)
Expert #SanjayManjrekar hailed #JaspritBumrah’s defiant stand in the 3rd Test, a gutsy, composed effort that turned heads ????#ENGvIND | 4th Test starts WED, 23rd JULY, 2:30 PM | Streaming on JioHotstar! pic.twitter.com/E7hlSk3eFATweet by @StarSportsIndia
আরও পড়ুন: 'ও কি শচীন-কোহলির মতো নাকি...', ১৪ বছরের বৈভবকে নিয়ে তোলপাড় ইংল্যান্ড
মঞ্জরেকরের মতোই বক্তব্য় রেখেছেন প্রাক্তন ক্রিকেটার সুরিন্দর খান্না। তিনি মনে করেন জাদেজার আগ্রাসী মনোভাব দেখানো উচিত ছিল। তিনি বলেন,জাদেজার এই ইনিংস কেউ মনে রাখবেন না। কারণ নায়কদের কথাই সবাই মনে রাখেন।
সুরিন্দর খান্না বলেন, ''আমাদের এমন কোনও ব্যাটার নেই যে টেলএন্ডারদের সঙ্গে ব্যাট করতে পারে। ও যখন সেট হয়ে গিয়েছিল, তখন আরও রান করতেই পারত। বল যখন নরম হয়ে গিয়ছিল, তখন বুমরাহ, সিরাজ রান করতে পারছিল না। এই সময়ে জাদেজা ম্যাচ জিতিয়ে নায়ক বনে যেতে পারত। মানুষ কিন্তু ভুলে যাবে জাদেজার এই ইনিংস।''

লর্ডস টেস্ট এক ইনিংসে ফয়সলা হয়েছে। প্রথম ইনিংসে দুটি দলই ৩৮৭ রান করে। দ্বিতীয় ইনিংস পার্থক্য গড়ে দিল। সুরিন্দর খান্না বলেন, ''এই স্কোর জটিল। যখন স্কোর বেশি হয়, তখন খেলোয়াড়রা সতর্ক থাকে। ইংল্যান্ডকে কৃতিত্ব দেওয়া উচিত। ওরা আর্চারকে এনে নিজেদের পরিকল্পনা সফল করে। উভয় পক্ষের কাছ থেকে নেওয়ার মতো খুব কমই জিনিস ছিল।''
লর্ডসে জাদেজা নিজের সেরাটা দিয়েছিলেন। ব্যবধানও কমিয়ে আনেন। কিন্তু দিনটা যে তাঁর ছিল না। শোয়েব বশিরের বলটা খেলার পরে সিরাজের বেল ফেলে দিল। হতাশায় মূহ্যমান হয়ে পড়েন সিরাজ। ইংল্যান্ডের ক্রিকেটাররা এসে সান্ত্বনা দেন সিরাজকে।
জাদেজার উপরে কোনও সময়তেই সন্তুষ্ট নন মঞ্জরেকর। বিশ্বকাপের সময়ে ভারতের তারকা অলরাউন্ডারকে নিয়ে আলটপকা মন্তব্য করায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল মঞ্জরেকরকে। লর্ডসে ভারতের হৃদয়বিদারক হারের পরে সেই মঞ্জরেকর কিন্তু দায়ী করলেন রবীন্দ্র জাদেজাকেই। ২৩ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্ট। ভারত সিরিজে পিছিয়ে ২-১। চতুর্থ টেস্টে ঘুরে দাঁড়াতেই হবে ভারতকে।
আরও পড়ুন: ক্রিকেটে নতুন নিয়মের ভাবনা আইসিসি’র, বড় বদল আসতে চলেছে
