আজকাল ওয়েবডেস্ক: জেমাইমা রড্রিগেজ। গোটা ভারতের নয়নের মণি এখন তিনি। অসাধ্যসাধন করেছেন। তাঁর ব্যাটিংয়ের কাছেই হেরে গিয়েছে অস্ট্রেলিয়া।
ভারতের ক্রিকেট ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে জেমাইমা রড্রিগেজের ১৩৪ বলে ১২৭ রানের ইনিংস। এমনকী ১৯৮৩–র বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক সন্দীপ পাটিল মনে করেন, তাঁর ইনিংসের থেকেও ভাল জেমাইমার ব্যাটিং।
প্রসঙ্গত, ১৯৮৩–র বিশ্বকাপ জয় ভারতের ক্রিকেট ইতিহাস এক লহমায় বদলে দিয়েছিল। বিশ্ব ক্রিকেটে তেরঙ্গা পতাকা উড়িয়ে ছিলেন কপিল দেবরা। সব ক্রিকেটারই কোনও না কোনও সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কিংবদন্তি হয়ে উঠেছেন। যেমন সেমিফাইনালে মহিন্দর অমরনাথ ৪৬ রান করেন ও ২ উইকেট নেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে হাফসেঞ্চুরি করেন যশপাল শর্মা (৬১) ও সন্দীপ পাটিল (৫১)। রান তাড়া করে ভারত ৬ উইকেটে জেতে।
সেদিনের নায়ক সন্দীপ জেমাইমার ইনিংস নিয়ে বলেছেন, ‘ভারতের এই ম্যাচে জয় দেখে আমার ১৯৮৩–র বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের কথা মনে পড়ে যাচ্ছে। অস্ট্রেলিয়াকে হারানো সবসময় স্পেশাল। এটা অনেকটা আটের দশকে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর মতো। অস্ট্রেলিয়ার মেয়েদের দলও অত্যন্ত শক্তিশালী। ভারতের কোচ অমল মুজুমদারকেও আমি অভিনন্দন জানিয়েছি।’ এরপরই তিনি জুড়ে দেন, ‘আমার ইনিংসের থেকেও অনেক ভাল জেমাইমার ইনিংস। ওর শট নির্বাচন, মাথা ঠান্ডা রাখা আর মুম্বইয়ের চেনা ‘খাড়ুস’ জেদি মানসিকতা ভারতকে ম্যাচ জিতিয়েছে। মাথায় বিরাট রানের বোঝা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ক্রিজে ছিল। অসাধারণ সেঞ্চুরি। আমার হাফসেঞ্চুরিটা এর কাছে সব দিক থেকেই অর্ধেক। আমি ৫১ রানে অপরাজিত ছিলাম, জেমাইমা ১২৭ রানে অপরাজিত। যখনই ভারতীয় মহিলা দলের কেউ সেঞ্চুরি করে, খুব ভাল লাগে।’
