আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি কাঁধ দিয়ে অজি তরুণ স্যাম কনস্টাসকে ধাক্কা মারায় শাস্তি পেয়েছেন। ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হবে তাঁর। তৃতীয় দিন নীতীশ রেড্ডি নায়ক মেলবোর্নের। তবুও প্রথম দিনের কোহলি-কনস্টাস বিতর্কতেই পড়ে রয়েছে মেলবোর্ন। বরং বলা ভাল কনস্টাস নিজেই সেই প্রথম দিনের প্রসঙ্গ টেনে এনেছেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত ভারতীয় সমর্থকদের ক্ষেপিয়ে দিলেন কনস্টাস স্বয়ং।
স্যাম কনস্টাসের এহেন আচরণে ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা। তাঁদের তরফ থেকে কনস্টাসের দিকে উড়ে এল নিন্দার ঝড়। অন্যদিকে অস্ট্রেলিয়ার সমর্থকরা উৎফুল্ল। তাঁরা কনস্টাসকেই সমর্থন করলেন।
প্রথম দিনই বুমরাকে স্কুপ শট মেরে বাউন্ডারি-ওভার বাউন্ডারি মারেন কনস্টাস। প্রথমে সিরাজের সঙ্গে তাঁর লেগে যায়। পরে বিরাট কোহলি আসরে নামেন। তিনি কাঁধ দিয়ে ধাক্কা মেরে বসেন ১৯ বছরের তরুণ অজি ক্রিকেটারকে।
