আজকাল ওয়েবডেস্ক:‌ বুধবার থেকে শুরু হয়ে যাবে বার্মিংহ্যাম টেস্ট। ভারতের প্রথম একাদশে যে বদল হচ্ছে তা নিশ্চিত। অনেক সম্ভাবনার কথাই শোনা যাচ্ছে। কিন্তু কোনওটাই এখনও নিশ্চিত নয়। শোনা যাচ্ছে লিডসে অভিষেক হওয়া সাই সুদর্শন হয়ত প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন। সূত্রের খবর, টিম ম্যানেজমেন্ট দলে অলরাউন্ডার বাড়াতে আগ্রহী। কিন্তু মাত্র একটা টেস্ট খেলিয়ে কাউকে বাদ দেওয়া ঠিক?‌ এই প্রশ্নও উঠছে।


হেডিংলেতে তিনে নেমেছিলেন সুদর্শন। প্রথম ইনিংসে শূন্য করেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে করেন ৩০। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুদর্শনের জায়গায় দ্বিতীয় টেস্টে নিয়ে আসা হতে পারে ওয়াশিংটন সুন্দরকে। সূত্রের খবর, দলের ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পারফরম্যান্সের ভিত্তিতে নয়। 


এদিকে, সাই সুদর্শনকে যদি বসানো হয় সেক্ষেত্রে তিনে নামতে পারেন করুণ নায়ার। অধিনায়ক শুভমান গিল নামবেন চার নম্বরেই।


দলে হতে পারে আরও দুটো বদল। শার্দূল ঠাকুরের জায়গায় আসতে পারেন নীতীশ কুমার রেড্ডি। আর বুমরা না খেললে তাঁর জায়গায় আসার সম্ভাবনা আকাশ দীপের। স্পেশালিস্ট স্পিনার কুলদীপকে হয়ত এই টেস্টেও রিজার্ভ বেঞ্চেই থাকতে হবে।


গিল ম্যাচের আগেরদিনই বলেছিলেন, ‌‘‌জোরে বোলাররা যথেষ্ট সুযোগ তৈরি করতে না পারলে আমরা দুই স্পিনারে যেতেই পারি।’‌