আজকাল ওয়েবডেস্ক: লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেকের পর ব্যাক টু ব্যাক দুই টেস্টে শতরান করেছেন শুভমন গিল। তরুণ নেতার পারফরম্যান্সে মুগ্ধ শচীন তেন্ডুলকর। গিলের দাক্ষিণ্য প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ৩১০ রান করে ভারত। মেঘাচ্ছন্ন আকাশ দেখে বোলিং নিতে দ্বিধা করেনি ইংল্যান্ড। লিডস টেস্টের দলে তিনটে পরিবর্তন করা হয়। লোয়ার অর্ডারের গভীরতা বাড়াতে তিনজন অলরাউন্ডার খেলানো হয়। শুরুতে উইকেট হারানোর পর ব্যাটিংয়ে স্থায়িত্ব দেন গিল। ১১৪ রানে অপরাজিত। রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটিতে ৯৯ রান করেন। তবে ম্যাচের টোন সেট করে দেন যশস্বী জয়েসওয়াল। 

নিজের এক্স হ্যান্ডেলে যশস্বী এবং শুভমন গিলের প্রশংসা করেন মাস্টার ব্লাস্টার। শচীন লেখেন, 'যশস্বী প্রথম বল থেকে টোন সেট করে দিয়েছে। ও ইতিবাচক, ভয়ডরহীন, আগ্রাসী ক্রিকেট খেলে। শুভমন বরাবর ঠান্ডা মস্তিষ্কের প্লেয়ার। চাপেও দমে না। রক্ষণ মজবুত। সবসময় কন্ট্রোলে থাকে। দু'জনেই খুব ভাল খেলেছে।' ম্যাচ শেষে অধিনায়কের ভূয়সী প্রশংসা করেন যশস্বী। বলেন, 'যেভাবে ব্যাট করছে, অনবদ্য। ওকে ব্যাট করতে দেখতে ভাল লাগে। অধিনায়ক হিসেবেও খুবই ভাল। পরিষ্কার মাথা। জানে কী চায়।আমরা পারফরম্যান্স নিয়ে খুবই আত্মবিশ্বাসী। সবার মাইন্ডসেট এক।' গিলের প্রশংসা শোনা যায় ক্রিস ওকসের মুখেও।