আজকাল ওয়েবডেস্ক: তিনি অবসর নিয়েছেন সেই ২০০৯ সালে। ১৫ বছর পরে ফের তিনি আলোচনায়। তিনিই খবর। তিনি স্টিভ বাকনর। কিন্তু কেন খবরের শিরোনামে ক্যারিবিয়ান আম্পায়ার? 

একসময়ে বাকনারের ভুল সিদ্ধান্তে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল শচীনকে। সেই পুরনো অতীত সামনে আনেন মাস্টার ব্লাস্টার স্বয়ং। 

সোশ্যাল মিডিয়ায় শচীন একটি ছবি পোস্ট করেন। তিনি যেন ব্যাটিং স্টান্স নিয়েছেন, এমন ভাবে ছবিটা তোলা। শচীন লিখেছেন, ''কেউ বলতে পারবেন,কোন আম্পায়ার স্টাম্পকে এত বড় মনে করতেন?'' 

শচীনের এহেন পোস্টেরই অপেক্ষায় ছিলেন সবাই। কমেন্ট বক্সে প্রত্যেকে বাকনারের কথাই বলেছেন। কেউ আবার বহু চর্চিত ঘটনার ভিডিও পোস্ট করেছেন। দেশের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া লিখেছেন, ''এই একটা নাম। কত স্মৃতি।'' 

 

?ref_src=twsrc%5Etfw">November 16, 2024

এগিয়ে আসছে বর্ডার-গাভাসকর ট্রফি। ২০০৩ সালের ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে জিলেস্পির বল শচীনের প্যাডে লাগার সঙ্গে সঙ্গেই বাকনার আউট দিয়ে দেন। এরকম ভুল আউট আরও একবার বাকনার দিয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে শচীন ভুল আউটের শিকার হন। এক্ষেত্রেও আম্পায়ার ছিলেন বাকনার। পরে অবশ্য ক্যারিবিয়ান আম্পায়ার স্বীকার করে নেন তিনি ভুল আউট দিয়েছিলেন শচীনকে। 

মাস্টার ব্লাস্টার পুরনো ঘটনা স্মরণ করিয়ে দিলেন একটা মজার ছবি পোস্ট করে। খবরের শিরোনামে চলে এলেন স্টিভ বাকনার।