আজকাল ওয়েবডেস্ক: এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের ফিরতি লেগে চলতি মাসের ১৮ তারিখ বাংলাদেশের মুখোমুখি হবে ভারতের ফুটবল দল।
খালিদ জামিল দল নিয়ে পৌঁছে গিয়েছেন ঢাকায়। তবে যাঁকে নিয়ে সব থেকে বেশি আলোচনা, চর্চা, তিনি রায়ান উইলিয়ামস। অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ত্যাগ করে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন এই ফুটবলার। তবে ফিফার অনুমতি না নিয়ে উইলিয়ামস ঢাকায় এসেছেন।
৩২ বছর বয়সী উইলিয়ামসের জন্ম অস্ট্রেলিয়ার পারথে। বেঙ্গালুরুর ক্যাম্পে ডিফেন্ডার জয় গুপ্তার সঙ্গে তিনি যোগ দেন।
সম্প্রতি ফেডারেশন বিদেশে বসবাসকারী দুই ভারতীয় বংশোদ্ভুত খেলোয়াড় রায়ান উইলিয়ামস ও অভনীত ভারতীকে জাতীয় ক্যাম্পে আমন্ত্রণ জানায়। অভনীত যোগ দেননি। উইলিয়ামস দলের সঙ্গে বাংলাদেশে গিয়েছেন। কিন্তু হামজা চৌধুরীদের বিরুদ্ধে তিনি খেলবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ভারতের জার্সি পিঠে ওঠানোর ক্ষেত্রে অনেক যদি-কিন্তু নির্ভর করছে।
এখনও পর্যন্ত ফিফার অনুমতি পাননি রায়ান উইলিয়ামস। ফুটবল অস্ট্রেলিয়ার কাছ থেকেও এসে পৌঁছয়নি নো অবজেকশন সার্টিফিকেট। সব পেয়ে গেলে এএফসি-র কাছে আবেদন করবে ভারত। না হলে বাংলাদেশের বিরুদ্ধে নামতে পারবেন না রায়ান উইিয়ামস। অর্থাৎ তাঁর মাঠে নামা নির্ভর করছে ফুটবল অস্ট্রেলিয়া, ফিফা এবং এএফসি-র অনুমোদনের উপরে।
