আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে রান আউট বিতর্ক পিছু তাড়া করল। দুটো বিতর্কিত রান আউটের সিদ্ধান্ত নিয়ে ভক্ত ও বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক তৈরি হল। অনেকের মতে আইপিএলের নিয়ম অনুযায়ী ওই দুটোই রান আউট। কিন্তু তৃতীয় আম্পায়ার আউট না দেওয়ায় শুরু হয়েছে বিতর্ক।

অরুন্ধতী রেড্ডি শেষ বলে দু'রান নিয়ে দিল্লি ক্যাপিটালসকে জয় এনে দেন। কিন্তু সবার নজরে ছিল তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত। তিনি নট আউট দেন অরুন্ধতীকে। যখন স্টাম্প ভাঙা হয়, সেই সময়ে কিন্তু অরুন্ধতীর ব্যাট ক্রিজে ছিল না।  

ম্যাচের একটা সময়ে  ১৫ ডেলিভারিতে দিল্লির  দরকার ছিল ২৫ রান। শিখা পাণ্ডে ঝুঁকিপূর্ণ বাই রান নেওয়ার জন্য দৌড়েছিলেন। কিন্তু নন স্ট্রাইক এন্ডে থাকা নিকি প্রসাদ তাঁকে ফেরত পাঠান। এই সময়ে স্ট্রাইকারের প্রান্তে সরাসরি বল ছুড়ে উইকেট ভেঙে দেওয়া হয়। সেই সময়ে ক্রিজে ঢোকেননি শিখা পাণ্ডে। কিন্তু তৃতীয় আম্পায়ার গায়ত্রী ভেনুগোপালন পাণ্ডেকে আউট দেননি। 

?ref_src=twsrc%5Etfw">February 15, 2025

 

প্রায় একই ঘটনা ঘটে সাত বল পরে। দ্রুত সিঙ্গলস নেওয়ার জন্য় দৌড়ন রাধা যাদব। ক্রিজে ফেরার জন্য মরিয়া হয়ে ডাইভ দেন রাধা। এযাত্রায়ও তৃতীয় আম্পায়ার রাধা যাদবকে নট আউট ঘোষণা করেন। 

হরমনপ্রীত কৌর এই সিদ্ধান্ত নিয়ে মারাত্মক হতাশ হন। অন ফিল্ড আম্পায়ারদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। 

ফলে দিল্লি জিতলেও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তাড়া করল।