আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে টিম ইন্ডিয়া। শুভমন গিলের নেতৃত্বে শুরু হবে নতুন যুগ। জিওফ্রে বয়কটের দাবি, রোহিত নয়, কোহলিকে বেশি মিস করবে ভারতীয় ক্রিকেট। নিজের কলমে বয়কট লেখেন,'বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসর ভারতের ইংল্যান্ডকে হারানোর সম্ভাবনা কমিয়ে দিয়েছে। সবচেয়ে বড় ক্ষতি কোহলির অবসর। কারণ তিন ফরম্যাটেই ও ভারতের সেরা ব্যাটার।' গত কয়েক বছরে লাল বলের ক্রিকেটে ধারাবাহিকতা দেখাতে পারেননি রোহিত। সেই কারণেই ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার মনে করছেন, প্রাক্তন অধিনায়কের না থাকা তেমন সমস্যায় ফেলবে না টিম ইন্ডিয়াকে। বয়কট বলেন, 'রোহিত কখনই কোহলির মতো স্বাভাবিক অ্যাথলিট ছিল না। ইনিংস ওপেন করার পাশাপাশি তিন ফরম্যাটে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া ওকে ধসিয়ে দিয়েছে।' 

গত মাসে মাত্র পাঁচ দিনের ব্যবধানে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেন রোহিত এবং বিরাট। যা ভারতীয় ব্যাটিংয়ে শূন্যস্থান তৈরি করেছে। বিশেষ করে টপ অর্ডারে এবং চার নম্বরে। দুটো গুরুত্বপূর্ণ জায়গা পূরণ চ্যালেঞ্জিং হবে। ভারত-ইংল্যান্ড সিরিজ শুরুর প্রাক্কালে বেন স্টোকসদের বিশেষ পরামর্শ বয়কটের। তিনি মনে করেন, পরিবর্তনের মধ্যে দিয়ে যাওয়া ভারতীয় দলের বিরুদ্ধে জিততে হলে অতিরিক্ত আক্রমণাত্মক মানসিকতা ত্যাগ করতে হবে। এই প্রসঙ্গে বয়কট বলেন, 'ইংল্যান্ড ভারতকে হারিয়ে দেবে যদি বাজবল স্টাইল থেকে বেরিয়ে বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলতে পারে। ঘরের মাঠে একবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি ইংল্যান্ড। এটা লজ্জার। ক্রিকেটে বিনোদন দেওয়ার থেকে জয়ী দলের মূল্য বেশি। সেরা খেলা খেলতে হবে। ক্রিকেটীয় বুদ্ধি কাজে লাগাতে হবে।' গতবছর ভারতের মাটিতে নাস্তানাবুদ হয় ইংল্যান্ড। বাজবল স্টাইল অবলম্বন করতে গিয়েই বিপদ ডেকে আনে। এবার সেটা থেকে বেরিয়ে ক্রিকেটীয় অভিধান মেনে খেলার পরামর্শ কিংবদন্তির।‌