আজকাল ওয়েবডেস্ক: একটাই তো হৃদয়। আর কতবার তা জিতে নেবেন রোহিত শর্মা! 

টেস্ট সিরিজে বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার পরে তিনি বিশ্রামে। কিন্তু তবুও রোহিত শর্মা খবরের শিরোনাম হচ্ছেন। মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় গাড়ি থামিয়ে এক মহিলা ভক্তকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারত অধিনায়ক। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। হিটম্যানকে দেখে মুগ্ধ সবাই। তাঁর প্রশংসা হচ্ছে নেটদুনিয়ায়। 

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বিশ্বকাপ জেতার পর পরই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন  রোহিত শর্মা। সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া বাংলাদেশকে প্রথম টি-টোয়েন্টিতে মাটি ধরিয়েছে। খেলার মাঠ থেকে দূরে এখন রোহিত। মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় তাঁর গাড়ি দাঁড়িয়ে পড়ে সিগন্যালে। রোহিতকে গাড়িতে দেখে এক মহিলা ভক্ত এগিয়ে আসেন। তাঁর জন্মদিনের কথা রোহিত জানতে পেরে সৌজন্য দেখান। মহিলা ভক্তকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তাঁর সঙ্গে হ্যান্ডশেক করেন ভারত অধিনায়ক। 

 

?ref_src=twsrc%5Etfw">October 8, 2024

রোহিত শর্মার আক্রমণাত্মক নেতৃত্ব কানপুর টেস্টে ভারতকে জয় এনে দেয়। কিন্তু অনেকেই গৌতম গম্ভীরকে কৃতিত্ব দিয়ে ভারতের হেডস্যরের প্রশংসায় মেতে ওঠেন। যার তীব্র সমালোচনা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। কানপুর টেস্টে জয়ের পিছনে যাঁরা গম্ভীরের অবদান দেখছেন, তাঁদের একহাত নিয়েছেন সুনীল গাভাসকর। বলেছেন, পদ লেহন করার সর্বোচ্চ দৃষ্টান্ত দেখানো হচ্ছে। রোহিত শর্মারই কৃতিত্ব পাওয়া উচিত বলে মনে করেল লিটল মাস্টার।