আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে উত্তেজনার পারদ চড়ছে। স্যাম কনস্টাসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ছেন ভারতের ক্রিকেটাররা। মাঠের খেলা মাঠেই আর সীমাবদ্ধ থাকছে না। গোটা অস্ট্রেলিয়া মিডিয়া ভারতের বিরুদ্ধে নেমে পড়েছে। কখনও তাদের নিশানায় বিরাট কোহলি, কখনও আবার রোহিত শর্মা।
এবার প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া দলকে একপ্রকার সতর্ক করে দিলেন রোহিত শর্মা। বলা ভাল স্যাম কনস্টাসের জন্যই এই বার্তা দিলেন রোহিত। সিডনি টেস্ট থেকে সরে দাঁড়িয়ে তিনি রীতিমতো চর্চায়। খুল্লমখুল্লা জানিয়ে দিয়েছেন পঞ্চম টেস্ট থেকে সরে দাঁড়ানোর আসল কারণ। এই পরিস্থিতিতে হিটম্যান বললেন, ''যতক্ষণ ওরা শান্ত ততক্ষণ আমরাও শান্ত। কিন্তু পিছনে লাগলে তো আমরা শান্ত থাকব না।'' রোহিত আসলে কনস্টাস-বুমরা বিতর্ক প্রসঙ্গেই মুখ খুললেন।
পঞ্চম টেস্টে স্যাম কনস্টাসের সঙ্গে লেগে যায় বুমরার। উসমান খওয়াজাকে ফিরিয়ে দেন ভারতের তারকা পেসার। তার পরই তিনি লাল চোখ দেখান কনস্টাসকে।
রোহিত অবশ্য দু'দলের উদ্দেশে বলছেন, ''ক্রিকেটে ফোকাস রাখো। অতিরিক্ত কথা বলার দরকারই নেই। আমাদের ছেলেরা অত্যন্ত দক্ষ ক্রিকেটার। খেলাটার উপরে নজর দিক, তাহলেই চলবে।''
এদিন অবশ্য হিটম্যান জানিয়ে দেন, সিডনি টেস্ট থেকে কেন তিনি সরে দাঁড়ালেন। রোহিতের বক্তব্য নিয়েই চর্চা চলছে সর্বত্র।
